পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়—হরিদাসের কান্ন যাইতেন না ; ভয় হইত, পাছে তাহার স্পর্শে ভক্তের কলুষিত হয়েন । হরিদাস দূর হইতে তাহার আরাধ্য দেবতাকে দর্শন করিয়া কৃতার্থ ও ধন্য হইতেন । - কিন্তু প্ৰভু ও নিত্যানন্দ হরিদাসকে ছাড়িতেন না ; তাহাদের ইচ্ছায় হরিদাসকে নিত্য নবদ্বীপে যাইতে হইত এবং সময় সময় তথায় বাস করিতে হইত। তখন শ্রীবাসের আঙ্গিনায় প্রত্যছ রাত্রিতেই কীৰ্ত্তন হইত এবং মাঝে মাঝে নগর সঙ্কীৰ্ত্তন হইত। প্রভূর ইচ্ছায় হরিদাসকে কীৰ্ত্তনে যোগদান করিতে হইত। প্রভু বলিতেন, “হরিদাস, তুমি বড় দুঃখ পেয়েছ, এখন প্রাণভরে হরিনাম কর ; আর তোমার ভয় নাই—বাধা বিঘ্ন কেটে গেছে।” একদিন প্রভুর বাসনানুসারে হরিদাস ও নিত্যানন্দ, জগাই মাধাইকে হরিনাম শুনাইতে গিয়াছিলেন । উন্মত্ত জগাই মধাই যখন তাহদের আক্রমণ করিতে পশ্চাদ্ধাবিত হইল, তখন উভয়ে ক্ষিপ্রচরণে পলায়ন পুৰ্ব্বক কোন রকমে আত্মরক্ষা করিয়াছিলেন। নিতাই, প্রভুর চরণে নিবেদন করিয়াছিলেন, “সাধুকে সকলেই উদ্ধার করতে পারে, জগাই মধাইকে উদ্ধার করতে পারলে বুঝি তোমার পতিতপাবন নামের মহিমা ।” হরিদাস নিবেদন করিয়াছিলেন, “আমার মত পাতকীকে যখন কৃপা করেছ, তখন জগাই । মাধাইকে কেন কৃপা করবে না প্রভু ?” ভক্তের প্রার্থনায় প্ৰভু বিচলিত হইয়া জগাই মাধাইকে উদ্ধার করিয়াছিলেন । - 'సి'