পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী একদা দারুণ শীতের দিনে প্রত্যুষে উঠিয়া হরিদাস নবদ্বীপ পানে চাহিলেন। তখনও অন্ধকার সম্পূর্ণরূপে সরিয়া যায় নাই। হরিদাস গান ধরিলেন— - “সোণার বরণ গোর প্রেম-বিনোদিয়া, প্ৰেমজলে ভাসাইল নগর নদীয়া ।” ক্রমে অরুণালোকে নবদ্বীপ রঞ্জিত হইল । হরিদাস দেখিলেন, নবদ্বীপ যেন আজ হাসিয়া উঠিল না—একটা বিষাদভারে নবদ্বীপ যেন আজ অবসন্ন। হরিদাসের প্রাণ কঁপিয়া উঠিল ; তিনি , নবদ্বীপে যাইবার জন্য ব্যাকুল হইয়া উঠিলেন। কিন্তু কিরূপে যাইবেন ? খেয়াঘাট অনেকটা পথ ; তা’ ছাড়া খেয়া তখনও খুলে নাই। হরিদাস অধৈৰ্য্য হইয়া পড়িলেন,—তিনি সাতারিয়া নদী পার হইবার বাসনা করিলেন ; এবং তদভিলাষে গঙ্গায় নামিলেন । সহসা তথায় শ্ৰীখণ্ডের নরহরি ঠাকুর উপস্থিত হইলেন । নরহরি জিজ্ঞাসা করিলেন, “এত প্রত্যুষে স্নান ?” হরি । স্নান নয় । নর। তবে কি আত্মহত্যা ? হরি। প্রভুকে যে দেখেছে, সে কি আর মরতে পারে ? নর। তবে যাচ্ছ কোথা ? হরি । নবদ্বীপে । o নর । নদীগর্ভ ত সরল পথ নয়।

  • *