পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলঙ্ক ভঞ্জন । 어 বৃন্দে। ওলো আল্লাদ ত্রে ধরে না দেখতে পাই। বিশপ। কেন, ধরবে না কেন, যখন না ধরবে বাকি তোমায় দেবো। নৃত্য ও গীত। তিন জনে— খাম্বাজ–খেম্টা। ধরহে রাজবালা এনেছি মালা সুচিকন । পরগলে যুড়াক জীবন। সুরভি ফুলে, গেঁথেচি মালা। দেখি টলে কি না কালার মন । বিশাখা। ওকি সখি, মুক হেট করে রৈলে যে ? ললিতা। কেন সখি, কি হয়েচে, কেমন মালা এনেচি દ્રશ્ન ! ’ চম্পক । ওমা, এ আবার কি, চক্ দিয়ে জল পড়চে যে, সখি! কাদচো না কি, (বৃন্দের প্রতি) তুমি ভাই এখানে থাকৃতে প্রাণ সখীর এ দশা দেখু চি কেন ? বৃন্দে। ওলো দেখতে পাচ্চিসনে, এতো রাত হলো এখন কালাচাঁদ আসেন নাই বলে, মনের দুঃখে কাদচেন—তোর ভাই একবার যা, শ্ৰীকৃষ্ণফে শীঘ্ৰ করে ডেকে আন ।