বিষয়বস্তুতে চলুন

পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bo কলঙ্ক ভঞ্জন । রাধিক । তুই সখি আর জালাসনে (অন্য সখিদের প্রতি ) না ভাই ও বুড়ে হয়ে বাহাত্তরে পেয়েচে, ওর কথা কেউ শুনোন, আমার কিছুই হয় নাই। বুন্দে। সত্য বলচে কিছুই হয় নাই তবে গীত । বেহাগ—এক তালা । বিধু মুখ শুকালো কেন। নয়নের জলে অলকা তিলক, ভাষি গেছে কোথা চলি । যত অঙ্গ রাগ অঙ্গেতে মিশিল, তবু কর চাতুরালী । (সবিদের প্রতি । ) যারে তোরা সখি, যেথা পাবি ধরি আন গে বনমালী। যাহার লাগিয়ে ভাবিয়ে ভাবিয়ে, কনক লতিকা কালী ৷ বিশাখা। সখি, কি হয়েচে বল, আমাদের কাছে মন দুঃখ গোপন করা অনুচিত।