বিষয়বস্তুতে চলুন

পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y R. কলঙ্ক ভঞ্জন । शौङ । কৃষ্ণ— মারোয়া—বীপ তাল । ক্ষম মোরে যদি থাকে অপরাধ । মিনতি তব পাশে সেধেনি। হে বাদ ॥ ছাড় হে এ পণ, দারুণ, কঠিন, কেন বৃথা সখী বল এ প্রমাদ ॥ বৃন্দে—বলি ও কালাচাঁদ, আম্রা বাদ সাধূ চি বলতে তোমার একটু লজ্জা হলো না, মানে মানে ফিরে যেতে বল্ ছিলেম্‌ তা সে কথা ভাল লাগবে কেন—নাকের জলে, চকের জলে, না হলে তো তোমার হবে না—( সখিদের প্রতি) সখির আয় ভাই আম্র সরে দাড়াই,-যাও শ্যাম, রাজকু মারীর কাছে গিয়ে একবার মজাট দেখোগে— ( কৃষ্ণ—রাধিকার সম্মুখে) গীত । কৃষ্ণু — - श्ब्रप्ले-भश्ञांद्र । কি লাগি মান—ক্ষম প্রিয়ে, যদি দোষ করে থাকি।