বিষয়বস্তুতে চলুন

পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলঙ্ক ভঞ্জন । ృలి মলিন ও সুধা-মুখ–হেরে বিদরে বুক, কেমনে-নয়ন-নীর—নয়নে মিশায়ে রাখি । (বৃন্দে ও সখিগণ অগ্রসর ) বৃন্দে। ওকি শ্যাম ওকি,—এতো ছল, এতো কৌশল, সব কোথায় গেল—একেবারে কেঁদে ফেল্পে যে-ভাল ভাঠ মেয়ে মানুষের পায়ে ধরতে তোমার একটু লজ্জ দাস চলে না । ললিতা। ওঁর আবার লজ্জা, ওঁকে দেখলে ভাই লজ্জ দেশ ছেড়ে পালায়—যেমন ত্রিভঙ্গ আকুতি- প - ভর ভঙ্গিমাও তেম্ নি। বিশাখা। কেমন এখন হয়েচে–ও মান ভাঙ্গ কি তোমার কায, রাজকুমারীর মনোরঞ্জন করা কি রাখালের সাধা—যাও ভাই এখন মাঠে গিয়ে ধেনু চরাওগে ; আর সোহাগে কায নাই । কৃষ্ণ । ভাই, বিনা দোষে তোমরা আমায় কেন এতে ভংসন কর চো—আজ যথার্থ দেখচি গ্রহ আমার বিমুখ-ত না হলে বিনা মেঘে বজ্ৰাঘাত হবে কেন। বৃন্দে। কেমন, এখন হার মানলে বল। . কৃষ্ণ। তোমাদের কাছে হার তো মেনেই আছি। বৃন্দে । তুমি তো ভাই পারলে না—আমি যদি তোমার