বিষয়বস্তুতে চলুন

পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8 কলঙ্ক ভঞ্জন । হয়ে তোমার প্রাণাধিকার মান ভাঙ্গ তে পারি, তা হলে আমায় কি দেবে বল । কৃষ্ণ। সখি, তুমি যা চাইবে, আমি তাই দেবো। বৃন্দে। কেমন অন্যথা হবে না। কৃষ্ণ । না সখি, আমার কথা কখন মিথ্যা হয় না । বৃন্দে । আচ্ছ। ভাই—তবে যাতে আমাদের প্রিয় সপির কালকিলঙ্কিনী নাম বিমোচন হয়, তাই করে দেও। কৃষ্ণ। সখি, এতে সামান্য কথা আমি কালই করবো । বৃন্দে। তবে এই নেও ভাই প্রাণসখিকে তোমায় সমপর্ণ করলেম । ( মিলন ) নৃত্য ও গীত । সখিগণ । সাহানা-খেম টা। মরি কি শোভ হইল । যুগল রূপে মন মোহিল ॥ মরকত পাশে হেম, মেঘেতে বিজলি ভ্রম, মাধবি লত। তমাল বেড়িল ৷ মানস সরস পুলকে পুরিল ॥ -ഷ് -= ബജ