বিষয়বস্তুতে চলুন

পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলঙ্ক ভঞ্জন । ১৭ ( কুটলার প্রবেশ । ) কুটীলা—দাদা, দাদা, দাদা,— আয়ান—অারে কেন, কি হয়েচে– কুটীলা-যা হয়েচে একবার দেবে এসো—এই গে তোমার রাধা-সতী কালার সঙ্গে নিকুঞ্জবনে আমোদ প্রমোদ করচে-আর কিচু নয়— আয়ান। (যষ্টি হস্তে দণ্ডায়মান ) সত্য বলটিস্ রাধাকৃষ্ণ নিকুঞ্জ বনে একত্র রয়েচে । কুটীল। আমি বুঝি কেবল, তোমার কাছে মিথ্য কথাই বলে ব্যাড়াচ্চি-স্বচক্ষে দেখে এসেচি—এখন ইচ্ছে হয়, তো চল তোমার দেখু য়ে দি,—তার পর তোমার মনে যা থাকে তাই করো-বাবা বেয়ের এমন বুকের পাটাতে। কখন দেখিনি—এই দুই প্রহর বেল, পর পুরুষের সঙ্গে আমোদ-ওমা ছি, ছি, ছি, কুল বধূর কি এই কাম, কালামৃৰ্গার জালায় লোকের কাছে মুক্ত দেখানে ভার-রাত দিন কৃষ্ণের সঙ্গে বনে বনে ফিরুবে, ঘরে এক দণ্ড থাকৃতে মন যায় না— ভাল কথা বলতে গেলে তেড়ে মারুতে আসে-কলঙ্কিনীর জন্যে যমুনায় ঝাপ দিয়ে মরতে ইচ্ছে হয়—এই তোমার আস্কার পেয়েই তো এত দূর হয়েচে—তুমি দাবলে কি কখন এমন হতো–মা সাধ করে বলেন তুমি মেয়ে মানুষ, কাচা দিয়ে কাপড় পর না—