বিষয়বস্তুতে চলুন

পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b" কলঙ্ক ভঞ্জন । আয়ান। যা, যা, আর মিচে ফ্যাচ ফ্যাচ করে বকৃষ্ঠে হবে ন— কুটীলা । তা তো বটেই—আমার কথা ভাল লাগবে কেন, তোমার রাই কলঙ্কিনী যা বলে তাই ভাল-আবাগি তোমায় সত্য সত্য গুন করেচে তা না হলে অমন দুটো বড় বড় চক্ থাকৃতে তুমি এসব কিছুই দেখতে পাওন-ওন এমন মাগের বশীভূত পুরুষ তো কোথাও দেখিনে । আয়ান। দেখ বড় বাড়াবাড়ি করিস নে—অতিরিক্ত কিছুই ভাল নয়,—সাবধান । কুটীলা। ওমা একেবারে দুচক্ষু রক্তবর্ণ হলে যে— (ক্রমন করিতে করিতে) আমি যেন তোমার চকের বালি হয়েচি—মলেই আপদ যায় (ক্রোধে) তোমার মা যে এতো বাড়াবাড়ি কর্চে তা তোমার প্রাণে সহ্য হয়—আর আমার দুটো কথা সহ্য হয় না। আয়ান।–চল্ রে কুটীলে চল নিকুঞ্জ-কাননে । যথ কাল করে কেলী বিনোদিনী সনে । যদি সে যুগল রূপ না হেরি নয়নে। নিশ্চয় পাঠাবো তোরে সমন সদনে । (উভয়ে গমনোন্মুখ )