বিষয়বস্তুতে চলুন

পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় গর্ভাঙ্ক । নিধুবন-কেলীমন্দির( কৃষ্ণ, রাধিকা.ও সখিগণ উপস্থিত ) বৃন্দে-শ্যাম, আজ ভাই আমাদের মনের একটী সাধ তোমায় পূরণ করতে হবে— কৃষ্ণ—বৃন্দে আমার যদি সাধ্য থাকে তো অবশ্যই পূরণ করবো— ললিতা—ওহে মন-চোরের অসাধ্য কিছুই নাই—যে মন্‌ চুরি করতে পারে সে না পারে এমন-কাজ কি আছে ? কৃষ্ণ—সখি, তোমার কাছে আমি হার মানলেম্‌ –যদি অসাধ্য সাধন সম্ভব হয়, তাহলে আমি কখনই নিরস্ত হবে না । বিশখা-শ্যাম তোমায় ভাই আজো আম্র চিনতে পারলেম না তুমি কথায় কথায় হারও মানে আবার ভিতর ভিতর প্রতিজ্ঞাও বজায় রাখতে ছাড় না।