বিষয়বস্তুতে চলুন

পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলঙ্ক ভঞ্জন । RX বৃন্দে—ওঁকে আমরা আর কোথেকে চিন্‌বে বল— আমাদের রাজনন্দিনীই চিনেচেন ( কৃষ্ণের প্রতি ) কেমন হে, নাকের জলে চকের জলে হওয়াটা মনে পড়ে কি ? বলি পায়ে ধরাটা কি ভুলে গেচো— (সখিগণ হাস্য) গীত। क्लग्न3 রাগিণী গোঁড় সারং—একতাল।। নব সরোজ হেরিলে কি আর । অলি পারে কভু, ভুলিতে সে সুধার আধার। ভ্ৰমি রাধা চরণ, বিকচ নলীন, যতনে লভিল মন-মধুকর ॥ বৃন্দে-ওহে আর ছলে কায নাই—ঢের হয়েচে—এখন আমাদের কথার একূটা উত্তর দেও—পারবে কি না স্পষ্ট করে বল-তার পর বোঝা যাবে— কৃষ্ণ—সখি, তোমাদের কি সাধু পূরণ করতে হৰে বল । বৃন্দে—আজ প্রাণ-সর্থী রাজা হবেন—আর তুমি প্রহরির বেশ ধারণ করে তার প্রহরির কার্য্য করবে—আমরা তাই দেখুবো—