বিষয়বস্তুতে চলুন

পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ কলঙ্ক ভঞ্জন । --(কুটীলার প্রতি) কেবল মুখে আস্ফালন কল্পেই তো হয় না—সতীত্ব নাড়া দিলেই কি লোকে সতী বল্ বে— , কটল । ওলো তোর আর মুখ নাড়ায় কায নাই— অমনি ভাল-আমরা সতী কি না তা ব্রজের সকলেই জানে—আমৃ রা যখন জল আনতে পাল্লেম না, তখন আৱ কে আনে তা দেখবো— যশোদা । (বৈদ্যের প্রতি ) বাবা যখন ব্রজের প্রধান৷ সতীর জল আনতে পারেন না, তখন আর যে কেউ আনতে পারবে তাতো বোধ হয় না—এখন উপায় (ক্ৰন্দন ) আমি গোপালকে বুঝি জন্মের মত হারালেম্‌ — বৈদ্য। মা স্থির হনু—দেখছি ( গণনা ) এই যে তাৰ চিন্তা নাই –ব্রজ মাঝে রাধা নামে কে সতী আছেন, তিনি মনে করলে জল এনে দিতে পারেন-- কুটীলা। অমন গণার মুখে ছাই, খুঁজে খুঁজে সতী বার করলেন দেখ— যশোদা। দেখাই যাক না—যে প্রকারে হগু গোপাল রক্ষা পেলেষ্ট হলো-(রাধিকার প্রতি) মা জল আন তে যাও— রাধিকা। মা আমি কি পারবো ?— যশোদা। গণনা যদি মিথ্যা না হয় তো অবশ্য পারবেরাধিকা। দেখি বিধাত কপালে কি লিখেছেন। (রাধিকা, সখিগণ সমভিব্যাহারে বারি আনয়নার্থ প্রস্থান )