বিষয়বস্তুতে চলুন

পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कडूर्थ अझ । প্রথম গর্ভাঙ্ক । যমুনা তট । (রাধিক সখিগণ সমভিব্যাহারে উপস্থিত। ) রাধিকা। সখি ! পা যে আর চলে না—আমার মনের fভতর যে কি হচে তা অন্তর্যামী পরমেশ্বরই জানেন—প্ৰাণেশ্বর এ হতভাগিনীর অদৃষ্ট কি শেষ এই ছিল—কুল, মান, প্রাণ মন সকল সমর্পণ করে অবশেষে তোমার বিরহ যাতনা ভোগ কত্তে হলো—ওহ ! সখি, আমি কি জল এনে প্রাণনাথের জীবন রক্ষা কত্তে পাবে? ব্রজের সাধ্বী রমণীগণ বা পারেন না, আমা হতে সে কাৰ্য্য কি সস্তর। নাথ! তুমিই তে। বলে ছিলে যে আমার কালাকলঙ্কিনী নাম খণ্ডন করবে— দীননাথ ! আমি অনন্ত-কাল এ কলঙ্ক রাশি ভোগ কন্তে পারি, কিন্তু তোমার বিরহ যে এক মুহুৰ্ত্ত ও সহ্য করতে পারিনে-দয়াময়! দাসীকে এ ঘোর বিপদ সাগর হতে পরিত্রাণ কর নতুবা এ যমুনার জলে ছার প্রাণ পরিত্যাগ করবো। ললিতা। সখি এতে ব্যাকুল হচ্চো কেন-আমার