পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 কলঙ্ক ভঞ্জন । নিশ্চয় বোধ হচ্চে যে করুণাময় তোমার কলঙ্ক মোচন করা বার জন্যই এই কাৰ্য্য করেছেন-ভাই তিনি যে ইচ্ছা ময়, র্তার ইচ্ছায় কি না হতে পারে— বৃন্দে। ভাই, মধুসূদন যার সহায় তার আবার ভাব না কি—সখি চল, আর বিলম্বে কায নাই—দীননাথ অবশ্যই আমাদের উপর মুখ তুলে চাইবেন। ললিত। চল সখি, চল—ভয় কি । রাধিক। দয়াময়! অধিনীকে তুমি কত ভাল বাস তা আজ জানবো (বারি পূর্ণ কুম্ভ যমুনা হইতে উত্তোলন । ) সখিগণ। (আনন্দে) কেমন্‌ সখি কেমন আমরা বলে ছিলেম তো—যে বিপদ ভঞ্জন যার সখা তার কি বিঘ্ন ঘটতে পারে । গীত। রামকেলী—ভর তঙ্গ। চল চল সবে মোরা ত্বরায় যাই । লয়ে বারি, দেখিব কে বলে অসুতী রাই। যশের সৌরভেজগত পূরিবে, পাইবে প্রাণ, প্রাণ কানাই, কুটীলার মুখে পড়িবে ছাই ॥