পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भाळेउन هاد পৃ. ৪৬, পংক্তি ২২, “অজ্ঞতা” কথাটির স্থলে “মূৰ্খতা” ছিল। পৃ. ৪৭, পংক্তি ২৬, এই পংক্তির শেষে ছিল— সীতারামকেও জানাইলেন। দুর্ভাগ্যক্রমে, এই সময়েই সীতারাম দিল্লী যাওয়ার প্রসঙ্গ উত্থাপন করিলেন। পৃ. ৪৭, পংক্তি ২৭-২৮, “ইহার সকল উদ্যোগ...যাত্রা করিলেন।” এই অংশের পরিবর্তে ছিল— অসময় হইলেও তীক্ষবুদ্ধি চন্দ্রচূড় তাহাতে অসম্মত হইলেন না। তিনি বলিলেন, “যুদ্ধে জয় পরাজয় ঈশ্বরের হাত। প্রাণপাত করিয়া যুদ্ধ করিলে ফৌজদারকে পরাজয় করিতে পারিবেন, ইহা না হয় ধরিয়া লইলাম। কিন্তু ফৌজদারকে পরাজয় করিলেই কি লেঠা মিটিল ! ফৌজদার পরাভূত হইলে স্ববাদার আছে ; স্ববাদার পরাভূত হইলে দিল্লীর বাদশাহ আছে। অতএব যুদ্ধটা বাধাই ভাল নহে। এমন কোন ভরসা নাই যে, আমরা মুরশিদাবাদের নবাব বা দিল্লীর বাদশাহকে পরাভূত কারতে পারিব। অতএব দিল্লীর বাদশাহের সনন্দ ইহার ব্যবস্থা । যদি দিল্লীর বাদশাহ আপনাকে এই পরগণার রাজ্য প্রদান করেন, ফৌজদার কি সুবেদার, কেহই আপনার রাজ্য আক্রমণ করিবে না। হিন্দুরাজ্য স্থাপন, এক দিন বা এক পুরুষের কাজ নহে। মোগল রাজ্য এক দিনে বা এক পুরুষে স্থাপন হয় নাই। এই পত্তন মাত্র, বাঙ্গালার স্ববেদার বা দিল্লীর বাদশাহের সঙ্গে বিবাদ হইলে, সব ধ্বংস হইয়া যাইবে । অতএব এখন অতি সাবধানে চলিতে হইবে। দিল্লীর সনন্দ ব্যতীত ইহার আর উপায় দেখি না, তুমি আজি দিল্লী যাত্রা কর। সেখানে কিছু খরচ পত্র করিলেই কাৰ্য্য সিদ্ধ হইবে ; কেন না, এখন দিল্লীর আমীর ওমরাহ, কি বাদশাহ স্বয়ং, কিনিবার বেচিবার সামগ্ৰী। তোমার মত চতুর লোক অনায়াসে এ কাজ সিদ্ধ করিতে পারিবে। যদি ইতিমধ্যে মুসলমান মহম্মদপুর আক্রমণ করে, তবে মৃন্ময় রক্ষা করিতে পারিবে, এমন ভরসা করি । মৃন্ময় যুদ্ধে অতিশয় দক্ষ, এবং সাহসী । আর কেবল তাহার বলবীর্ঘ্যের উপর নির্ভর করিতে তোমাকে বলি না। আমার এমন ভরসা আছে যে, যত দিন না তুমি ফিরিয়া আস, তত দিন আমি ফৌজদারকে স্তোকবাক্যে ভুলাইয়া রাখিতে পারিব। তুমি দুই চারি মাসের জন্য আমার উপর নির্ভর করিয়া নিশ্চিস্ত থাকিতে পার। আমি অনেক কৌশল জানি।” এই সকল বাক্যে সীতারাম সন্তুষ্ট হইয়৷ সেই দিনই কিছু অর্থ এবং রক্ষকবর্গ সঙ্গে লইয়া দিল্লী যাত্রা করিলেন। নামে দিল্লী যাত্রা, কিন্তু কোথায় যাইবেন, তাহা সীতারাম ভিন্ন আর কেহই জানিত না । পৃ. ৫৩ পংক্তি ৬, এই পংক্তির শেষে ছিল— ছাদের উপর হইতে লাফাইয়া পড়িতে হইবে ? না আগুন খাইতে হইবে ? পৃ. ৫৩ পংক্তি ৭, “স্ত্রীলোক।” কথাটির পর ছিল— তার অপেক্ষাও কঠিন কাজ ।