পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や>b" ভীষ্মাৰ্জুন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ব্যুহ করি দুই সৈন্তে করে মহারণ। ভীষ্ম বাণে আচ্ছাদিয়া পুরিল গগন। রথী রথী যুদ্ধ হৈল বাণ-বরিষণ। দুই বলে তখনে হইল ঘোর রণ॥ যুধিষ্ঠির-বাহিনী করিল মহারণ। সহিতে না পারে ভঙ্গ দিল ততক্ষণ॥ সহস্ৰে সহস্রে রথী মহা মহাবীর। হেন কেহ না আছিল রণে হৈতে স্থির॥ সিংহক দেখিয়া যেন শৃগাল পলাএ। প্রাণ লৈয়া সর্ব্ব সৈন্ত চারিদিগে ধাএ। সৈন্ত্য-ভঙ্গ দেখিয়া রুষিল ধনঞ্জয়। ভীষ্মক বলিয়া ধাএ সংগ্রামে দুৰ্জ্জয়॥ হেন কালে ধনঞ্জয় রথের উপর। নিরন্তর ভীষ্ম বীর বরিষন্তি শর॥ ভীষ্ম সমে (১) অৰ্জুনের হৈল মহারণ। অন্তোন্তে বহু বাণ করে বরিষণ॥ ক্ষণে দেখি রথ ক্ষণে দেখি যে সারথি। আপন সারিয়া রহে পার্থ মহামতি॥ কৃষ্ণে পাইল সন্ত্রম বিস্ময় হইল রণে। অৰ্জ্জুনের ধন্থগুর্ণ কাটে ততক্ষণে॥ আর গুণ দিল বীর সমর ভিতর। ভীষ্মের ধনুক কাটি পাড়িল সত্বর॥ আর ধনুক লৈয়া ভীষ্ম সান্ধিলেক (২) শর। সেহ ধনুক কাটিল অর্জন ধনুৰ্দ্ধর। ভীষ্মে তাক প্রশংসিল সাধু সাধু করি। শরবৃষ্টি করে ভীষ্ম হাতে ধনু ধরি॥ বাসুদেব ধনঞ্জয় দুই মহাবীর। ভীষ্ম বাণে ভেদিলেক দুহান (৩) শরীর॥ অৰ্জুন দুর্ব্বল হৈল অবসাদ পাইল। চোখ চোখ (৪) বাণ মারি কৃষ্ণে র্কাপাইল॥ (১) সহিত। (২) সন্ধান করিলেন। (৩) দোহার = দুই জনের। (৪) চোখ = চোখা = তীক্ষ্ণ।