বনবাণী/নটরাজ-ঋতুরঙ্গশালা/বসন্তের প্রবেশ

উইকিসংকলন থেকে


বসন্তের প্রবেশ

গান

নমাে নমাে, নমাে নমাে।
তুমি সুন্দরতম।
দূর হইল দৈন্যদ্বন্দ্ব,
ছিন্ন হইল দুঃখবন্ধ-
উৎসবপতি মহানন্দ
তুমি সুন্দরতম।




লুকানো রহে না বিপুল মহিমা
বিঘ্ন হয়েছে চূর্ণ,
আপনি রচিলে আপনার সীমা,
আপনি করিলে পূর্ণ।
ভরেছে পূজার সাজি,
গান উঠিয়াছে বাজি,
নাগকেশরের গন্ধরেণুতে
উড়ে চন্দনচূর্ণ।

একি লীলা, হে বসন্ত।
ম্লান আবরণ-আড়ালে দেখালে
সব দৈন্যের অন্ত।

অমানিত মাটি, দিবে তারে মান,
এসেছ তাহারি জন্য।

পথে পথে দিলে পরশের দান,
ধূলিরে করিলে ধন্য।
যেথা আস তুমি, বীর,
জাগে তব মন্দির—
বর্ণছটায় মাতে মহাকাশ,
স্তব করে মহারণ্য।
একি লীলা, হে বসন্ত।
অনেক ভুলায়ে নিমেষে সহসা
দেখালে আপন পন্থ।

ছিনু পথ চেয়ে বহু দুখ সয়ে,
আজ দেখি একি দৃশ্য-
শক্তি তোমার সুন্দর হয়ে
জিনিল কঠিন বিশ্ব।
তব পুষ্পিত তরু
জয় করি নিল মরু—
মূক চিত্তের জাগাইলে গান,
কবি হল তব শিষ্য।
একি লীলা, হে বসন্ত।
যা ছিল শ্রীহীন দীপ্তিবিহীন
করিলে প্রজ্বলন্ত।