পাতা:পারস্য ইতিহাস.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

+--— 〉ケ切 नाब्रज इडिशज ! দেখ আমি সৰ্ব্বত্যাগী নাহিধন জন । সদত সুখেতে করি জীবন যাপন ॥ এৰূপ কহিল যদি চতুর ফকীর। বহুজনে ধন দিল ভাবিয়া সুধীর ॥ যোগির যোগের বাক্য শুনি নরপতি.। সহাস্য বদনে ভূপ ভাষে মন্ত্রি প্রতি । পথ পর্য্যটনে অীর নাহি প্রয়োজন । সানন্দিত সাধুহবে লইতেছে মন ॥ ভূপাল ভারতী শুনি কহে মন্ত্রিবর। সঠত সংযুক্ত এই সংসার সাগর । তএব সন্ন্যাসী কখন সুখী নয় । স্বৰূপ শুনিলে পারি বুঝিতে অাশয় ॥ এতবলি তিনজনে জানিতে সন্ধান । সন্ন্যাসী সংহতি পরে করিল প্রয়ান ॥ পথে পথে পরস্পরে আলাপন হয় । পরমার্থ তত্ব কত শত সাধুকয়। মন্ত্রিপরে সন্ন্যাসিরে কহে কথা ক্রমে । অদ্য মোরা অতিথি হইব তব শ্রমে ॥ আনন্দে সন্ন্যাসী করি বহু সমাদর । সঙ্গে করি লয়ে যায় যথা নিজ ঘর ॥ তথায় ফকীর আরো দুই জন ছিল । অতিথি হেরিয়ে মুখে সন্তাষ করিল। তদন্তর মন্ত্রিবর মুদ্রা কিছু দিয়া । কহে খাদ্য দ্রব্য আন জনেক যাইয়। মুদ্রালয়ে অবিলম্বে করিয়া বাজার । অনিল স্থখাদ্য মদ্য বিবিধ প্রকার। পরে পরস্পরে তথা ভোজনে বসিল । মধুর মদিরা পানে আনন্দ বাড়িল । হেনকালে নৃপবর সন্ন্যাসিরে কয় । সত্য হে মুখ কি অসুখী মহাশয় ॥ পানানন্দে ভ্রান্ত যোগী কহিল রাজারে অামাদের সম দুঃখী নাহি এসংসারে । তবে যে লোকের অগ্রে জ্ঞান কথা কুই মনের সে ভাল নহে প্রবঞ্চনা বই ৷ সৰ্ব্বসহণ মধ্যে কেহ নাহি সুখী নর। কি গৃহী কি যোগী সবে অtশর কিঙ্কর ফকীরের ভাব বুঝি পরে ভূমিপতি । বিদায় হইয়া যান যথায় বসতি ॥ পথি মধ্যে নিকটে দেখেন এক বাট । তথায় বিক্রয় হয় খাদ্য পরিপাট ॥ সেই খানে কাঠাসনে পথিক দুজন । পরস্পরে কহে তারা দুঃখের কথন । একজন কহে দেহি মাত্রে মুখী নয় । অপর পথিক কহে এমন কি হয় ॥ " বরঞ্চ অধিক লোক সুখী ধরাতলে । সকল মনুষ্য দুঃখী মুখলোকে বলে। জগত বিখ্যাত সুখী অাছে এক জন । সদ সদাশয় তার সন্তোষিত মন৷ নৃপতির কর্ণে এই কথা প্রবেশিল । জ নিতে তদৰ্থ পাত্রে প্রেরণ করিল। অাজামাত্র পাত্র তথা করিয়া গমন । জিজ্ঞাসে তত্রস্থ জনে সানন্দিতমন ॥ কহ মহাশয় সুখী অাছে কোন জন । কি নাম তাহার আর কোথায় ভবন ॥ সেজন সচীবে কহে শুন পরিচয় । এষ্ট্রাকান নরপতি স্থখী অতিশয় ॥ তত্বলয়ে তিন জন ত্যজে সেই দেশ । অল্পদিনে এই কোনে উপনীত শেষ । বিপণি ভিতরে ভাড়া করিয়া ভবন । দেশের দেখিতে শোভা করেন ভ্রমণ ॥ বাটী পরি পাটী সব শরণি প্রশস্ত । জ্ঞান হয় প্রজাগণ সবে অাছে স্থস্থ ॥ নৃত্য গীত গৃহে গৃহে করে সৰ্ব্বজন । নগরের শে (ভা কিবা না যায় বর্ণন ॥ নরপতি হেরি সাননিদত প্রজাগণে । জিজ্ঞাসেন জানিতে তদন্ত এক জনে । কহ মহাশয় অদ্য হেথা কি কারণ । গৃহে গৃহে আনন্দেতে মগ্ন প্রজাগণ ।