বিষয়বস্তুতে চলুন

পাতা:পারস্য ইতিহাস.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । flisti هید সে জন ভূপেরে কহে তুমি কি বিদেশী। ডেমক্ষস অধিপতি পাত্র মিত্র সঙ্গে । না জান কারণ কেন প্রজার উল্লাসী ৷ শুন তবে সবিশেষ কহি মহাশয় । এদেশের লোক সব দ্বেষশুন্য হয় ৷ অপর নগরে কেহ নাহি দীন জন । এই হেতু মুখার্ণবে সকলে মগন । নিরানন্দ নহে নৃপ অনন্দের ধন । প্রজাবৃন্দ দেয় তীর সদানন্দ নাম ॥ সেজনের বাক্যে নৃপ মন্ত্রি প্রতি কয় । অসম্ভব কথা মন্ত্রী প্রত্যয় না হয় ৮ মন্ত্রী কহে মহারাজ করি নিবেদন । জ্ঞান হয় সত্য নয় ইহার বচন ॥ সন্ন্যাসির সম সবে জানিবে অসার । অন্তরে তে ভাবান্তর বাহিরেতে অণর ॥ রাজাবলে মন্ত্রিবর কহিলে যে ৰূপ । কেমনে বলিব বলে তাহার বিৰূপ ৷ অধিকার গুরু ভার মস্তকে যাহার । সে যে এত সন্তোষিত কথা চমৎকার ॥ ভাল ভাল তত্ব তার ত্বরায় করিব । ভূপতি মুখা কি দুঃখী অবশ্য জানিব ৷ এত বলি তিন জনে হইয়া সত্বর । ত্বরা করি যায় রাজ পুরীর ভিতর ॥ অগণন দ্বারিগণ দ্বারে নিয়োজিত । সবাকার দীর্ঘাকার অসি নিস্কোশিত। কিন্তু পুরী প্রেবেশিতে বারণ না করে । সানন্দে সভায় যায় তিন জনে পরে ॥ সভার কি কব শোভা না যায় বর্ণন । চতুর্দিকে সভাসদ মধ্যে সিংহাসন । তদুপরি নররাজ দেবরাজ প্রায় । জ্ঞান হয় যেন হাস্য মুখে শোভা পায় ॥ নৰ্ত্তকী করিছে নৃত্য নৃপের সম্মুখে । সভাস্থ সমস্ত লোক দেখিছে কৌতুকে ॥ নৃত্য গানে ক্রমে হয় দিবা অবসান । সভা ভঙ্গ করি ভূপ অন্তঃপুরে যান। বাসায় গমন করে সুখের তরঙ্গে ৷ আসিয়ু বাসায় ভূপ মন্ত্রিপ্রতিকন । হর্মজ রাজার দেখি মুখীর লক্ষণ ॥ সফল হইল এবে এত পরিশ্রম । মিলিল মানবে সুখী তাহে নরোত্তম । সিফল মুলুক কহে শুন মহাশয় । কহিলে যে রূপ কথা মোর মনে লয় ॥ অসুখের চিহ্ন নাহি হর্মজ রাজার । রিপুছয় বোধ হয় অtজ্যাকারী তার ॥ স্ত্রীকহে না জানিলে অন্তরের গতি । বাহ্য হেরি বিশ্বাসিতে নারি নরপতি ॥ পরদিন তিন জনে রত্ন কিছু নিয়ন ॥ রাজার সভায় সবে প্রেবেশিল গিয়া । ভূপালে প্ৰণামি তথা করে নিবেদন । রত্ন ব্যবসায়ী মোরা শুনহে রাজন ॥ ইহা বলি রত্ন কোিট অমনি খুলিল । নৃপমণি হেরি মণি প্রশংসা করিল ॥ কপোত ডিস্বের সম হীরা এক খান । ছদ্মবেশী, নৃপবরে করিল প্রদান ॥ রতন পাইয়। রাজা যতন করিয়া । রাখিলেন র্তাহীদের গৃহে স্থান দিয়া ॥ হমজের মনবাঞ্ছা ছিল এপ্রকার । বিদেশী তুষিলে যশ করিবে প্রচার ॥ সে জন্য সেবায় রাখে খোজা শত শত । নিত্য নিত্য নৃত্য গীত রঙ্গরস কত ॥ বদর উদিন রায় সতর্ক হইয়া । হমজের রীতি নীতি দেখে নিরক্ষিয়ণ ॥ কিছু দিন পরে তবে মন্ত্রি প্রতি কন । নৃপতির নাহি দেখি দুঃখের লক্ষণ । মন্ত্রী কহে মহারাজ না হয় প্রত্যয় । তবে সত্য মানি যদি পাই পরিচয় ॥ নৃপ কহে কেমনে জানিব তার মন । উজীর কহিল যুক্তি অাছে বিলক্ষণ ॥ нищидящия вила