বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন-অষ্টম খণ্ড.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৮ ) কোড যত ভাল হয় সাহস তত অভহিত হয় । এখন এ সকল ক্লচকচি যাক । যুবার সঙ্গে কতকার গেলে সে আ\মার বলিল “বাঘাটআমি স্বহস্তে মারিব।” জাৰি হাসিয়া সম্মত হইলাম। যুব। আর কোন কথা না বলিয়া চলিল। তখন হইতে নিজের প্রতি আমার কিঞ্চিৎ ভালবাসার সঞ্চার হইল । “স্বহস্তে মারিব” এই কথায় বুঝাইয়াছিল, যে পরহন্তে বাঘ মরা সম্ভব; আমি সাহেবকেশধারী, অবশ্য বাঘ মারিলে মারিতে পারি, যুবা এ কথা নিশ্চয় ভাবিয়াছিল, তাহাতেই আমি কৃতার্থ হইয়াছিলাম। তাহার পর কতকছুর গিয়া উভয়ে পাহাড়ে উঠতে লাগিলাম। খুব জগ্রে, আমি পশ্চাতে। যুবার স্কন্ধে টাঙ্গী, সে একবার তাহা স্কন্ধ হইতে তীক্ষত পরীক্ষা করিয়া দেখিল, তাহার পর কতক দূর গিয়া মৃদ্ধস্বরে আমাকে বলিল আপনি জুতা খুলুন, শৰ হইতেছে। আমি জুতা খুলিয়াখালি পায় চলিতে লাগিলাম, জাবার কতকছুর গিয়া বলিল, “আপনি এইখানে দাড়ান আমি একবার অন্নসন্ধান করিয়া জাসি।” আমি দাড়াইয়া থাকিলাম, খুব চলিয়া গেল। প্রায় দণ্ডেক পরে যুব জাসিয়া অতি প্রফুল্প বদনে বলিল, “হইয়াছে সন্ধান পাইয়াছি শীৰ আশ্বন বাঘ নিজা বাইতেছে।" জামি সঙ্গে গির দেখি, পাহাড়ের এক স্থামে প্রকাণ্ড দ্বীর্ষিकब्र मात्र अकणै श्र6 वा ७श जॉरह, aালামে । 3\లిసి তাহার মধ্যস্থানে প্রস্তর নির্মিত একটি কুটির, চতুঃপার্শ্ব স্বান ভাষ্ঠীর প্রাঙ্গ+ স্বরূপ। যুবা সেই গর্ভের নিকটে এক স্থানে দাড়াইয়া অতি সাবধানে ব্যাঘ্র দেখাইল : প্রাঙ্গণের এক পার্শ্বেব্যাঘ্র-নিরীহ ভাল মানুষের ন্যায় চোখ বুজিয়া আছে, মুখের নিকট সুন্দর নখর সংযুক্ত একটা থাবাদপণের ন্যায় ধরিয়া নিদ্রা ফাইতেছে। বোধ হয় নিদ্রার পূৰ্ব্বে থাবাটি একবার চাটিয়াছিল। যে দিকে ব্যাস্ত্রনিদ্রিত ছিল, যুবা সেই দিকে চলিল। আমায় বলিল, “মাথা নত করিয়া আসুন, নতুবা প্রাঙ্গণে ছায়া পড়িবে” তদনুসারে আমি নত শিরে চলিলাম ; শেষ একখানি বৃহৎ প্রস্তরে হাত দিয়া বলিল, “আসুন, এই খানি ঠেলিয়া তুলি,” উভয়ে প্রস্তরখানিকে স্থানচ্যুত করিলাম। তাহার পর যুব এক তাহ ঠেলিয়া গর্ভের প্রান্তে নিঃশৰে লইয়া গেল, একবার ব্যান্ত্রের প্রতি চাহিল, তাহার পর প্রেস্তর ঘোর রবে প্রাঙ্গণে পড়িল ; শৰে কি আঘাতে তাহা ঠিক জানিনা ব্যাঘ্ৰ উঠিয়া দাড়াইয়াছিল; তাহার পর পড়িয়া গেল। এ নিদ্রা আর ভাঙ্গিল না। পর দিবস বাহক স্বন্ধে ব্যাস্ত্রটি আমার তাবু পৰ্যন্ত আসিয়াছিলেন ; কিন্তু তখন তিনি মহানিদ্রাচ্ছন্ন श्ल मी । । - - Gयं, बी, द,