পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

మీy* बछभर्जनं । t ७é वर्ष, tजाé। দ্বীপের উপর আরও কতৃকগুলি প্রাসা ও প্রাচীরবেষ্টিত উষ্ঠান রহিয়াছে। তীরভূমির সৰ্ব্বত্রই ঝোপ ঝাড় ও গাছে-গাছে জড়াজড়ি। চারিধারে উচ্চ খাড়া পাহাড়—মরী-বনের গালিচা যেন তাহাতে বিছানো রহিয়াছে ; ইতস্তত, কোন কোন হুঙ্কাগ্র চুড়ার উপর পুরাকালের কোন-একটি ধবলপ্রভ দুর্গপ্রাসাদ, কোন-একটি ক্ষুদ্র দেবমন্দির ইগলপক্ষীর ন্তায় খুব উচ্চে বিরাজমান। গাছের যে-সব ডালপালা একেবারে জলের ধারে মুইয়া পড়িয়াছে, সেই সব ডালপালা এখনো সবুজ ; তা ছাড়া, ষে দিকে দৃষ্টিপাত কর, সৰ্ব্বত্রই অকলশরতের “ছাতলা” অথবা শীতের একঘেয়ে ছাই-রং । আজ সৰ্ব্বপ্রথমে সন্ন্যাসিত্রয়ের একটু বাস্তবিক নড়াচড়া দেখিলাম। '#'s আজ স্বৰ্য্যাস্তের সময় এই সুরম্য বনে প্রবেশ করিয়াছিলাম। এই সময়ে, মহারাজার একটা পোড়ো বাড়ীর উপর দিয়া ঘন ধূমরাশি নিয়ত সমুখিত হয় । ( ইম্ব৯শুধু চতুৰ্দ্দিকৃস্থ হরিণদিগের পাদোখিত ধূলারাশির আবৰ্ত্ত ; জঙ্গল শুকাইয়া যাইবার পর হইতে, মহারাজা স্বকীয় প্রাসাদের গবাক্ষ হইতে নীচে ভুট্টা নিক্ষেপ করেন ; ইহাই খাইবার জন্ত হরিণের এখানে প্রতিদিন সায়াহ্লে সবেগে দেীক্ষিয় মাইসে...) দেখিলাম,একজন সন্ন্যাসী তাহার পশ্চাতে অবস্থিত দর্পণ, চূর্ণ ও লাল-রং আনিবার জন্ত আসন হইতে উঠিয়াছে ; তাহার পর, আবার সেই ১ানাসনে উপবিষ্ট হইয়া, শাদা চুর্ণে মুখমণ্ডল ধবলীকৃত করিয়া ললাটের উপর শৈব চিন্তু সযত্বে অঙ্কিত করিতেছে। সায়াছুভোজের জন্ত ময়ুর ও ঘুঘু চারিদিক্ হইতে আসিয়ু জড় হইয়াছে। ইহারা ছাড়া সেখানে আর কেহই নাই। সন্ধ্যাগমে, তবে কাহার জন্ত এত সাজসজ্জা !... সে যাহাই হোক, তৰ্কশাখার মধ্য দিয়া একদল অশ্ব খুব ছুটিয়া আসিতেছে, ত্বাহারই পদশব্দ শুনা যাইতেছে। দরবারের ত্রিশজন সদার সমভিব্যাহারে রাজা চলিয়াছেন । অশ্বগুলা বিচিত্রবর্ণ সাজে সজ্জিত। ছিপছিপেগঠন অশ্বারোহীরা সুদীর্ঘ শুভ্রপরিচ্ছদ পরিধান করিয়াছে। উদয়পুরী-ধরণে গুম্ফরাজি আঁচড়াইয়া উপরদিকে তোলা ; ইহাদের দেহগঠন সুন্দর ও পুরুষোচিত, কিক তাম্রবর্ণ, এবং এই উত্তোলিত গুদ্ধের দরুণ মুখে কেমন-একটু’মার্জারভাব প্রকটিত। মহারাজাও অনুচরবর্গের সহিত ছুটির চলিয়াছেন ; তাহারও মার্জারবৎ শ্মশ্র রাজি ; র্তাহারও মুখমণ্ডল, সাজসজ্জা অতীব সুন্দর এবং মার-পর-নাই বিশিষ্টধরণের। পত্রশূন্য একটা তরুবীথির মধ্য দিয়া তাহারা চলিয়া গেলেন। তাহাদের দেখিয়া, আমাদের মধ্যযুগের পাশ্চাত্য অশ্বারোহীদিগকে মনে পড়িল । মনে হইল, যেন সেই অতীত-- যুগে কোন যুরোপীয় “প্রিনস,কিংবা “ডিউৰু" অশ্বারোহী অমুচরবর্গ ও “ব্যারনৃগণ সমতিব্যাহারে, স্কন্ধর শরংসারাষ্ট্রে, স্বগয়া হইতে প্রত্যাবর্তন করিতেছেন।••• په { ইজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। goomsomo