পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সংখ্যা।] - - অবতার কৃষ্ণ, ভারতের খুব লোকপ্রিয় দেবতা—চিত্তাকর্ষক দেবতা, তাহাতে সন্দেহ নাই। কিন্তু এই আধুনিককালে, কোন জাতির উদ্ধারকর্তা বলিয়া ইহাকে কি করিয়া মনে করা যাইতে পারে ? কৃষ্ণ! তুহার প্রতিমা ভারতের দেবালয়ে, —র্তাহার ছোট-ছোট প্রতিমূৰ্ত্তি পূজাসামগ্রীর দোকানে সৰ্ব্বদাই দেখা যায়। ইনি নীলবর্ণ, ইহার দীর্ঘায়ত চক্ষু, ইনি রাখালদের সমক্ষে বঁাশী বাজান। ইনি তীশ্বশালার মধ্যে, কুমারীগর্ভে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন । ইনি একজন-দুবৃত্ত-নৃপতি-কর্তৃক নিপীড়িত হন। সেই নৃপতি ইহাকে বিনাশ করিবার জন্য অনেকগুলি শিশু হত্যা করে । কৃষ্ণ প্রথমে, দৈবক্রমে রাখালবৃত্তি অবলম্বন করেন ; পরে, একবার কোন দেবালয়ে নীত হইলে, তাহার গভীর জ্ঞানের পরিচয় দিয়া তিনি মন্দিরের পুরোহিতগণকে, বিস্ময়মুগ্ধ করেন । তিনি অনেক অদ্ভূত অলৌকিক কাও করিয়াছেন। একবার একটি কদাকার কুঞ্জ রমণী আসিয়া তাহার পদতলে লুটাইয়৷ পড়িল ; তিনি যখন তাহাকে তুলিলেন, সে সোজা হইয়া গেল,—রাণীর মত রূপসী হইল । তখন, কৃষ্ণ অদ্ভুতরকমের জীবনযাত্রা আরম্ভ করিলেন —চুড়ান্ত বিলাসলীলায় প্রবৃত্ত হইয়া, উচ্চ-অঙ্গের নীতি উপদেশ দিতে লাগিলেন। ইনি একপ্রকার "थुट्टे ज्न् জুয়ান” বলিলেও হয়। কৃষ্ণের ১৬হাজার প্রণয়িনী,’ছিল। তাহদের নিকট তিনি আত্মোৎসর্গের, স্বাৰ্থত্যাগের, সতীত্বের উপদেশ দিতেন। কখন-কখন তাহদের সহিত একটু 8दजनार्ष । 383 ইটামিৰ ভাবে রঞ্জতামাসা করি আমোদ অনুভব করিতেন। কখন, কোন গোপীর । প্রেমে মত্ত হইয়া তাহাঁর সাধ্যসাধনায় প্রবৃত্ত • হইতেন, আবার তাহার পরেই, তাহার মাখন চুরি করিতেন। আবার কোনদিন, কতকগুলি যুবতী নদীতে স্নান করিতেছে দেখিয়, তাহাদের বস্ত্রাদি হরণ করিয়া গাছের ডালে ঝুলাইয়া রাখিতেন, এবং স্নান করিয়া উহারা কি করে-সৈই মজা দেখিবার জন্য তিনি নিজেও লুকাইয়া থাকিতেন। (তাঞ্জোরের কোন মন্দিরের দ্বারপ্রকোষ্ঠের গায়ে এই দৃপ্তটির প্রতিকৃতি আছে )...এই কৃষ্ণধৰ্ম্মে ফিরিয়া গেলে, ভারতের কিরূপে নবজীবনলা গু হইবে—কিরূপে ভারতের উদ্ধার হইবে ? এই গুরুতর-সমস্যা-সম্বন্ধে বৈজনাথ তাহার নিজের মতামত একটি পুস্তিকায় ব্যক্ত করিয়াছেন ; এবং সেই পুস্তিকার এক খণ্ড তিনি আমার নিকট পাঠাইয়াছেন । পুস্তিকাটি ইংরেজিভাষায় লিখিত,-নাম—“Hinduism —Ancient and Modern” গ্রন্থকার, d রাওবাহাদুর লালা বৈজনাথ, তাহার এই হিন্দুনামের শেষে, ইংরেজি সরকারী পদবী (B. A. and member of Judicial Service) জুড়িয়া দিয়াছেন। পুস্তিকার মুখাবরণের উপর পবিত্র গঙ্গানদী চিত্ৰিত ; এবং বারাণসীর লোকপূজ্য ভাস্করানন্দস্বামীর নামে পুস্তিকাখানি তিনি উৎসর্গ করিয়াছেন। বৈজনাথ যাহা বলিয়াছেন, তাহার সারাংশটি এই –হিন্দুধর্শের মুদুর অতীতের ঐতিহ্যে ফিরিয়া গেলে,• ভারতের যেরূপ . * এই নুতন তৰ ফরাসী-পৰ্যটক কোথা হইতে সংগ্ৰহ করিলেন –জমুবাদক।