বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সংখ্যা । ] দুর্ভিক্ষপীড়িত ভারতে। ՀԵԳ জড়াইয়া বাধা ; বর্ণভেদ অনুসারে এই সকল পাগড়ী অসংখ্যরকমের। কোনটার শাখের মত গড়ন, কোনটার বা একাদশ-লুইরাজার আমলের টুপির মত গড়ন। আবার একরকম পাগড়ী আছে—যাহার লম্বা দুই পাশ উৰ্দ্ধে উত্তোলিত ও দুইদিকে সিং-বাহিরকর । এই পাগুড়ীগুলা, –লালরঙের কিংবা পীচফল-রঙের, কিংবাফিক-সবুজ-রঙের রেশমী কাপড়ের। হাইদ্রাবাদে যেরূপ দেখা গিয়াছিল—সেইরূপ এখানেও জনতার শুভ্র পরিচ্ছদের উপর—রাস্তার শাদ ਬਾਂ উপর, পাগড়ীর এই টাটুকা রংগুলা যেন আরো বেশী ফুটিয়া উঠিয়াছে। এখানকার লোকেরা ললাটে যে শৈবচিহ্ল ধারণ করে, তাহ দেখিতে কতকটা শাদা প্রজাপতির মত, খুব সযত্নে চিত্রিত ৷ ললাটের মধ্যস্থলে একটা বড় লাল ফোটা ;—তাহার দুইপাশ হইতে যেন দুইটা ডানা বাহির হইয়াছে। পক্ষান্তরে, এখানকার বৈষ্ণবচিহ্ল দাক্ষিণাত্যের বৈষ্ণবচিহ্রেরই মত। গোয়ালিয়ারকে ঘোড়-সওয়ারের নগর বলিলেও হয় –সৰ্ব্বত্রই দেখা যায়, ঘোড়সওয়ারের জরির জিন-লাগানো তেজী ঘোড়ার উপর চড়িয়া ছুটিয়া চলিয়াছে কিংবা চক্রাকারে ঘুরিতেছে ; অনেকে • হাতীর উপরেও চড়িয়াছে ; দলে-দলে উষ্ট্রগণ সারিবন্দি হইয়া চলিয়াছে ; অশ্বতরী ও ছোট ছোট ধূসরচন্ম গর্দভেরও অভাব নাই । গাড়ি যে কত রকমের, তার সংখ্যা নাই । ঝকৃষ্ণকে তামার ছোট-ছোট ভাড়াটে গাড়ি —তাহার ছাদ স্বচ্যগ্র মন্দিরচুড়ার মত – গাড়িটা ঘোটকের পশ্চাদেশে যেন আট দিয়া জোড়া ; আর ঘোড়াগুলা ক্রমাগত পিছনদিকে লাথি ছুড়িতেছে। কোন কোন শকট স্থূলকায় দুইটা অলস বলদে টানিতেছে ; শকট “গদাইনষ্করি” চালে চলিয়াছে ; একটা • লম্বা পিতলের ডাগু দুইটা বলদকে পরস্পর হইতে একগজপরিমাণ পৃথক করিয়া রাখিয়াছে—তাহাতে অনেকটা রাস্ত জুড়িয়া যায় ; এই শকটের গঠন কতকটা সেকেলে তিন-সারি-দাড়ওঁয়ালা নৌকার মত ;— খুব অলঙ্কারভূষিত নৌকার অগ্রভাগের মত ; কিন্তু এই অগ্রভাগটি একেবারে স্বচ্যগ্ৰ ; ইহার উপর আরোহীরা, অশ্বপৃষ্ঠে বসিবার ধরণে সারি-সারি বসিয়াছে। এই ধরণের বড় শকটগুলা প্রচ্ছন্নকায় রহস্যময়ী সুন্দরীদিগের ব্যবহারের জন্ত ; ইহাদের গঠন কোন বৃহদাকার পক্ষীর অণ্ডের মত ; একেবারে গোলাকৃতি ; লাল কাপড় দিয়া অতি সাবধানে চারিদিক ঢাকা ; এই শকটগুলাও ধীরেধীরে চলিয়াছে । কখন-কখন এই • ঢাকা কাপড়ের আধ-খোলা ফাক হইতে স্বর্ণবলয়ভূষিত, তৃণমণিবর্ণের একটা বাহু, কিংবা স্বর্ণনুপুরভূষিত একটা নগ্ন পদ, কিংবা অঙ্গুরীভারাক্রান্ত কতকগুলা আঙুল বাহির হইয়৷ আছে, দেখিতে পাওয়া যায় । তা ছাড়া, কতরকমের পালকি-তাঞ্জাম; এই সকল যানে চড়িয়া তরুণবয়স্ক সর্দারের হাওয়া খাইতে বাহির হইয়াছেন। তাহদের পরিচ্ছদ নারাঙ্গিরঙের কিংবা Mallow-তরুরঙের রেশমী কাপড়ের ; চোখে কাজলের দীর্ঘ রেখা এবং কানে হীরকের অলঙ্কার। অথবা কোন নবাব বাহির হইয়াছেন; তাহার পটল কিংবা বেগুনি রঙের আকান ; সেই