বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ* আচুকানের উপর তুষারগুত্র কিংবা সিন্দুর বর্ণেরঞ্জিত শ্মশ্রীরাজি বিলম্বিত । শাদা পাথরের এই সকল মুন্দর রাস্তায় চলিতে চলিতে লোকের পরস্পরকে ক্রমাগত সেলাম করিতেছে দেখিতে পাওয়া যায় । গোয়ালিয়ারের লোকেরা বড়ই ভদ্র। এ কথা নিশ্চিত, এ দেশের উচ্চবর্ণের মধ্যে আর্য্যজাতীয় দৈহিক ঐসৌন্দর্য্য চরম উৎকর্ষে উপনীত হইয়াছে,-উহাদের মুখের রং প্রায় ইরাণীদিগেরই দ্যায় ফর্শ । স্বচ্ছ মলমল-বস্ত্রে রোমীয়ধরণে আবৃত হইয়া এবং উজ্জল বর্ণচ্ছটা বিচ্ছুরিত করিয়া যে সকল রমণী দলে-দলে রাস্তায় চলিয়া বেড়াইতেছে, তাহাদের কি মুন্দর চোখ — কি অনিন্দ্যসুন্দর দেহের গঠন ! তালীবনসঙ্কুল ভারত হইতে—তাম্রবর্ণ নগ্নতার ভারত হইতে—আলুলিত দীর্ঘকুম্ভলের ভারত হইতে, এই প্রদেশটি কত দূরে । , রাজপুতানার এই সকল মলমলের ওড় না—যাহার দ্বারা রমণীদের আপাদমস্তক আবৃত—এই সকল ওড়নার কাপড়ে যে নক্সা কাটা আছে, তাহাতে ইচ্ছা করিয়াই যেন একটু বৰ্ব্বররুচির পরিচয় দেওয়া হইয়াছে ; উহাতে যেন কেমল কতকগুলা রঙের ধ্যাবড় ছোপ্ৰ—কতকগুলা বেঢপ চক্রাকার রেখা । o একজন রমণী যে ওড়নাটা পছন্দ করিয়া গায়ে পরিয়াছেন,তাহার রং খাওল-সবুজ – তাহার উপর গোলাপীরঙের চক্র কাট ; তাহার সঙ্গিনীটি যে ওড়ন। পরিয়াছেন, উছ সোনালী রঙের-তাহার উপর নীলের . बछलणनि । [ ৬ষ্ঠ ৰখ, জানি । ছোপ, অথবা Lilacপুপ-রঙের ছোপ । ওড়নার কাপড় যেরূপ স্বল্প ও লঘু, তাহাতে স্বৰ্য্যরশ্মি ও ছায়া ভিতরে প্রবেশ করায়, বেলোয়ারী কাচের সমস্ত আভাই যেন বস্ত্রের উপর খেলাইয়া বেড়াইতেছে । এই সব বিচিত্র কুসুমবর্ণের মধ্যে—প্রাতাতিক বর্ণচ্ছটার মধ্যে কোন সুন্দরী সাক্ষাৎ নিশাদেবীর দ্যায় দীর্ঘ-রজত-রেখাঙ্কিত কৃষ্ণবর্ণ ওড়না পরিধান করিয়া সকলকে চমকিত করিতেছেন। গোয়ালিয়ারের লোকের এই রঙের খেলা দেখিতে এতই ভালবাসে যে,এক একটা রাস্তার সমস্তটা জুড়িয়া কে বলি কাপড়-রঙানোই হইতেছে এবং মিলাইয়া-মিলাইয় তাহার উপর বিচিত্র রঙের ছোপ দেওয়া হইতেছে। পথ-চলতি লোকদিগের সম্মুখেই এই সব কাজ চলিতেছে ;–তাহারা দেখিবার জন্ত সেইখানে দাড়াইতেছে এবং আপনাদের মতামতও প্রকাশ করিতেছে। একটা কাপড়ের রং-করা শেষ হইবামাত্র অমূনি উহ, গৃহ-বারাণ্ডার উপর বিছাইয়া রাখা হইতেছে ; অথবা দুইজন বালক রৌদ্রে শুকাইবার জন্ত ঐ কাপড়টার দুই প্রাভ ধরিয়া ক্রমাগত নাড়া দিতেছে। এই রঞ্জকদিগের অঞ্চলটিতে যেন একটা নাগাড় উৎসব চলিয়াছে। পাতলা কাপড়গুলা গৃহাদির উপর ঝুলিতেছে ; বালকের কোন কোন কাপড়ের দুই প্রাস্ত ধরিয়া স্থলাইতেছে ; ঠিক যেন চারিদিকে উৎসবের নিশান উড়িতেছে। কখন-কখন দেখা যায়, বরযাত্রীর” দল ধীরে-ধীরে অগ্রসর হইতেছে ; জাগে-জাগে ঢাক-ঢোল-শানাই চলিয়াছে ; অশ্বগৃষ্ঠে বর }