বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা । ] . $ 7 of অযোধ্যা। ess. পৌরোহিত্যই ইহাদের একমাত্র উপজীবিকা। কাহারওঁ কাহারও ভূমিবিত্ত আছে । গয়াক্ষেত্রে ইহারাই শ্রাদ্ধকার্য্যে পুরোহিতের পদে বৃত হইয়া থাকেন। শাকদ্বীপ হইতে শুধু ব্রাহ্মণেরাই আগমন করেন নাই, অসংখ্য ক্ষত্রিয়-বৈশুও আসিয়াছিলেন। উহার যথেষ্ট প্রমাণ আছে। প্রবন্ধান্তরে ঐ সমুদয় উল্লেখ করিব। শাকদ্বীপী ব্রাহ্মণের সাম্প্রদায়িক ইতিবৃত্ত লিখিতে গিয়া অনেক দূরে আসিয়া পড়িয়াছি। এইবার সংক্ষেপে অযোধ্যার রাজবংশের পরিচয় দিব। মুসলমানরাজত্বের শেষভাগে গয়াজেলার টীকারির সন্নিহিত কোন গ্রামে পুরনারমিশ্র নামে এক পৌরোহিত্যব্যবসায়ী শাকদ্বীপী ব্রাহ্মণ বাস করিতেন। র্তাহার পুত্র দর্শনসিংহ সামান্ত ফৌজরূপে সৈন্যদলে প্রবেশ করেন। ক্রমে পদোন্নতি হওয়ায় তুরুকসোয়ার হন। ঐ কার্য্যে তিনি বিশেষ দক্ষতা প্রদর্শন করায় লক্ষ্মেীর নবাবের অধীনে চাকলাদারী প্রাপ্ত হন এবং কিছুদিন পরেই রাজা উপাধি লাভ করেন। ক্রমে ক্রমে রাজ দর্শনসিংহ অযোধ্যাপ্রদেশের প্রভূত জমিদারী হস্তগত করেন এবং সুদূর গয়াজেলায় অবস্থান করিয়া ঐ বিস্তৃত জমিদারী শাসন করা অসম্ভব ভাবিয়া অযোধ্যায় স্বীয় রাজধানুী প্রতিষ্ঠিত করেন। দর্শননগরের সুবিখ্যাত স্বৰ্য্যনারায়ণের মন্দির ও আদিত্যসরোবর রাজা দর্শনসিংহের প্রবান কীৰ্ত্তি। এখন উহ তীর্থে পরিণত হইয়াছে। প্রতি রবিরারে অসংখ্য যাত্রী দর্শননগরের আদিত্মসরোবরে স্বান করিবার জন্ত সমাগত হুইয়া থাকে। রাজা দর্শনসিংহের পুত্র মানসিংহ। ইংরেজরাজত্বের প্রারম্ভে ইনি , ইংরেজগবর্মেন্টের বিশেষ সাহায্য করিয়াছিলেন এবং জমিদারীর প্রভূত উন্নতি করেন । , ইংরেজগবর্মেন্ট ইহাকে মহারাজ-উপাধিদ্বারা বিশেষ সম্মানিত করিয়াছিলেন। ঐ সময়ে মহারাজ মানসিংহ অযোধ্যাপ্রদেশে অসাধারণ ক্ষমতা পরিচালন করিতেন। তিনি অযোধ্যা ও অন্যান্ত তীর্থক্ষেত্রে বহু দেবমন্দিরপ্রতিষ্ঠা ও জলাশয় খনন করাইয়াছিলেন। মহারাজ । মানসিংহ প্রভূত অর্থব্যয়ে অগ্নিষ্টোমযজ্ঞ করেন। ঐ যজ্ঞে ভারতবর্ষের সর্বপ্রদেশের শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ উপস্থিত হইয়াছিলেন।. উহাতে আৰ্য্যাবৰ্ত্তবাসী বেদজ্ঞদিগের সহিত, দক্ষিণাপথবাসী বেদজ্ঞদিগের বরণ লইয়া অত্যন্ত বিরোধ উপস্থিত হয়। দ্রাবিড় ও মহারাষ্ট্রীয় ব্রাহ্মণগণ ঋত্বিকের পদ একচেটিয়া করিবার। নিমিত্ত সভার মধ্যে উঠিয়া বলেন, দক্ষিণাপথবাসী ব্যতীত বেদজ্ঞ কেহ নাই। বেদবিদ্যা. বহুদিন গত হইল আৰ্য্যাবৰ্ত্তবাসীদিগকে পরি- , ত্যাগ করিয়া দাক্ষিণাত্যপণ্ডিতগণের ব্লসন আশ্রয় করিয়াছেন। এই সভার মধ্যে উত্তরপথবাসী এমন কে আছেন, যিনি বেদের প্রকৃতিরূপ ও বিকৃতিরূপ পারায়ণ অবগত আছেন ? এই স্পৰ্দ্ধাবাক্যে আর্য্যাবৰ্ত্ত বাসীদের মধ্যে তুমুল সংক্ষোভ উপস্থিত হয়। তাহারাও দ্রাবিড়দিগকে নায়াররমণীর গর্ভজাত, ও মহারাষ্ট্রীয় ব্রাহ্মণদিগকে পরশুরামের স্বই ব্রাহ্মণ বলিয়া উপহাস করেন। অনেক বাদানুবাদের পর দক্ষিী রাষ্টদিগেরই বেদ বিষ্ঠায় সমধিক অভিজ্ঞতাসগ্রমাণুহয়, কিন্তু শুধু র্তাহাদিগের বরণ করিলে মহাবিভ্ৰাট ঘটে। স্বতরাং মহারাজ মানুসিংহ মধ্যস্থ, হুইয়া,