বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন । ছেন। সাম্ব ঐ সকল ব্রাহ্মণের কার্যকলাপ দেখিয়া ভক্তিগদগদচিত্তে র্তাহাদের চরণে প্রণত হইলেন এবং ভগবান হুর্যের আদেশ তাহাদিগকে অবগত করিলেন। সূর্য্যোপাসক ব্রাহ্মণগণ বললেন, “রাজকুমার, আমরা আপনার আগমনের পূৰ্ব্বেই ভগবান স্বৰ্য্যের অভিপ্রায় জানিতে পারিয়াছি। অতএব চলুন, আমরা যাই । তাহার পর, সাম্বের প্রার্থনায় প্রথমে অষ্টগোত্রসস্তৃত স্বৰ্য্যোপাসক ব্রাহ্মণগণের আটটি কুল শাকদ্বীপ হইতে গরুড়ের পৃষ্ঠে আরোহণ করিয়া চন্দ্রভাগাতীরে মিত্রবনে সমাগত হন । সাম্ব নানাবিধ স্তবে তাহাদিগকে পরিতুষ্ট করিয়া ঐ স্থানে তাহাদিগকে প্রতিষ্ঠিত করেন এবং তাহীদের হস্তে সুর্য্যপূজার ভার অর্পণ করিয়া তাহদের বরগ্রহণপূৰ্ব্বক দ্বারকায় গমন করেন।* কালক্রমে মিত্রবন সাম্বপুর নামে প্রসিদ্ধ হয়। সাম্বপুর যে প্রদেশের অন্তর্গত, শাকদ্বীপী ব্রাহ্মণের ঐ প্রদেশকে মূলস্থান বলিতেন, এখন উহা উচ্চারণবৈষম্যে “মুলতান”রূপে পরিণত হইয়াছে। তাহার পর, ভারতবর্ষের সর্বপ্রদেশেই শাকদ্বীপী ব্রাহ্মণের বসতিবিস্তার হয়। গান্ধীরপ্রদেশ একসময় শাকদ্বীপী ব্রাহ্মণে পরিপূর্ণ ছিল। প্রসিদ্ধ শব্দবিদ্যাপ্রবর্তক অষ্টাধ্যায়ীপ্রণেতা মহর্ষি পাণিনি শাকদ্বীপীয় ব্রাহ্মণকুল অলঙ্কত করিয়াছিলেন । সুৰ্য্যোপাসক ব্রাহ্মণগণের দ্বারা বেদবিদ্যারও যথেষ্ট বিস্তার হইয়াছিল। একসময় ভারতবর্ষের অসংখ্য স্থৰ্য্যমন্দির স্বৰ্য্যোপাসক ব্রাহ্মণগণের সুমধুর বেদধ্বনিতে মুখরিত হইত। কাশ্মীরের জম্বার্ক { ৬ষ্ঠ বর্ষ, কাৰ্ত্তিক । মন্দির, বারাণসীধামের লোকার্কমন্দির, মগধের বরুণার্কমন্দির, উৎকলের কোণার্কমন্দির, (কণারকের নবগ্রহমন্দির) প্রভৃতি বহু স্বৰ্য্যমন্দির ভারতবর্ষে বিশেষ প্রসিদ্ধিলাভ করিয়াছিল। মগধপ্রদেশ শাকদ্বীপী ব্রাহ্মণের একটি প্রধান আবাসভূমি । অতি পুরাকাল হইতে ঐ প্রদেশে শাকদ্বীপী ব্রাহ্মণের আধিপত্য লক্ষিত হয়। খৃষ্টীয় ৬ষ্ঠ শতাব্দীতে মগধের আদিত্যদাসনামক শাকদ্বীপীয় ব্রাহ্মণের পুত্র সুপ্রসিদ্ধ বরাহমিহির স্বীয় অলৌকিক পাণ্ডিত্যগুণে ভারতের "প্রাচীন বিশ্ববিদ্যালয় উজ্জয়িনীরাজধানীর নবরত্নসভার অন্ততম রত্ন বা সদস্তাপদে বৃত হন। র্তাহার বিখ্যাত গ্রন্থাবলী ভারতীয় বিজ্ঞানবিদ্যার অপূৰ্ব্ব উন্নতির পরিচায়ক। মহাকবি বাণের হর্ষচরিতপীঠেও একজন জ্যোতিৰ্ব্বিদ শাকদ্বীপীয় ব্রাহ্মণের পরিচয় পাওয়া যায়। ইহার নাম তারক জ্যোতিষী। ইনি স্থtধীশ্বরের অধিপতি সুবিখ্যাত রাজা প্রভাকরবদ্ধনের বিশ্বাসভাজন ছিলু। খৃষ্টায় ১০ম শতাব্দীতে গঙ্গাধরমিশ্রনামক এক ভরদ্বাজগোত্রীয় শাকদ্বীপ বিদ্বান ব্রাহ্মণ মগধেশ্বরের মন্ত্রিপদে অধিষ্ঠিত ছিলেন। গয়াজেলা হইতে আবিষ্কৃত এক শিলাফলকে এই মন্ত্রিবংশের বহু কীৰ্ত্তিকলাপের উল্লেখ দেখা যায়। ভারতবর্ষের সকল জনপদেই শাকদ্বীপী ব্রাহ্মণেব বাস আছে। কোন কোন প্রদেশে ইহার অপর ব্রাহ্মণের সহিত মিশিয়া গিয়াছেন, কোন প্রদেশে বা বিভিন্ন নামে পরিচিত হইয়া থাকেন। বিহারপ্রদেশে

  • जांचशूद्रां* २ब्र, ७ब्र, 8र्ष अषjांग्र श्रृंॉ* कङ्गन !