পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সংখ্যা। ] ब्रांखङनचित्रौ । లీbt .করুিতেছে। তখন শিব উহার প্রতি প্রসন্ন পূজা কর্। তদবধি বৈজু ঠাকুরের সেবক হইয়া বলিলেন, বৈজু, তুই আমার হইল এবং ঠাকুরের নাম বৈজনাথ হইল।” প্রিয়পাত্র, তুই আমাকে পূজা কর্। আমার পুজকগণ আমার প্রতি ভক্তিমান হইয়াও প্রায়ই আমার পূজা করিতে ভুলিয়া যায়, অথবা তাচ্ছল্য করে, কিন্তু তুই তোর কাজ একদিনের তরেও ভুলিয়া যাস না। অতএব তুই আমার নিকট ইচ্ছামত বরগ্রহণ কল্প এবং এখন হইতে আমাকে নিয়মমত এখন দেখুন ‘দ’-স্থানে জ হয়, কেবলমাত্র এই কথাটি না জানাহেতু কতবড় এক কাল্পনিক ইতিহাসের স্বষ্টি হইয়াছে। উচ্চারণব্যুতিক্রমের নিয়মানুসারে কোন বর্ণের স্থানে কোন্‌ বর্ণ হয়, তাহার জ্ঞান থাকা উল্লিখিত কারণে একুস্তি আবস্তক এবং উচ্চারণবৈষম্যের এই প্রকার দোষ । ঐশ্রনাথ সেন। مسمسمصعصطمس سصحسيصصه রাজতপস্বিনী । >>> <<ം [ জীবনীপ্রসঙ্গ } এই জীবনীপ্রসঙ্গমধ্যে এমন অনেক কথা বলিতে হইতেছে, যাহা ইহার ক্ষুদ্র লেখকের জন্মগ্রহণের পুৰ্ব্বে অথবা নিতাপ্ত শৈশবে সংঘটিত । র্যাহাদের কৃপায় সে সকল বিবরণ সংগ্ৰহ করিতে পারিয়াছি, আমার পিতৃবে ( মহারাণীর দেওয়ান * ) তন্মধ্যে সৰ্ব্বপ্রধান। তিনি দীর্ঘকাল রাজসংসারের পেনশন ভোগ করিয়া একাশীবৎসর বয়সে সম্প্রতি ( গত ৮ই কাৰ্ত্তিক ) স্বর্গারোহণ করিয়াছেন। মহারাণমাতার স্বামী রাজা যোগেন্দ্রনারায়ণ যখন নাবালক এবং কোর্ট অব ওয়ার্ডসের তত্ত্বাবধানাধী তখন হইতে বরাবর তিনি প্রথমে ম্যানেজার ও পরে দেওয়ানরূপে পুটিয়ার বিখ্যাত ষ্টেটের সহিত ঘনিষ্টসম্বন্ধ ছিলেন। Bro কেবল রাজার পরলোকগমনের পর কয়বৎসর অন্তত্ব কৰ্ম্মগ্রহণ করিতে বাধ্য হন। ইহার কারণ, বিষয় পুনরায় কোর্ট :অৰু ওয়ার্ডসের অধীন হইলে নাবালিকা রাণীর পিতা বাবু ভৈরবনাথ সান্তাল অবৈতনিক ম্যানেজার নিযুক্ত হইলেন। পিতা ও কস্তার ইচ্ছা এবং আগ্রহ ছিল যে, পিতৃদেব প্রধানপদে থাকিয় যান, কিন্তু . ভৈরবনাখবাৰু তাহার সমবয়স্ক ও বন্ধু বলিয়া কাৰ্য্যক্ষেত্রে কোনরূপ অধীনতা তিনি বাঞ্ছনীয় মনে করেন নাই। সে যাহা হউকু, রাজার বয়স যখন ১১.১২বৎসর,• তখন ছয়বৎসরমাত্রবয়স্ক শরৎম্বন্দরীর সহিত তাছার বিবাহ চুইয়াছিল। ইহার অল্পদিন পরে রাজার মাতা

  • v अग्लाङ्गूषोद्म वपूंषशङ्ग झशनिघ ॥