বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sసేు বঙ্গদর্শন । বিজয়রাজ্য প্রতিষ্ঠিত হইয়াছিল, তাহা তাহাদের শৌর্য্যবীর্যের কথা লোকে বিস্তৃত ভারতসীমা অতিক্রম করিয়া দ্বীপোপদ্বীপেও হইয়া গিয়াছে। কিন্তু “করতোয়ামাহাত্ম্য". প্রভাববিস্তার করিয়াছিল। পৌণ্ডবৰ্দ্ধনের নামক পুরাতন সংস্কৃতপুস্তকে দেখিতে পাওয়া সঙ্গে সেই স্বত্রে ভারতসাগর এবং প্রশান্ত- যায়,-পৌণ্ড গণের “নিত্যপ্লাবনকারিণী” : সাগরের দ্বীপপুঞ্জের যে বাণিজ্যসংস্রব প্রতি- বলিয়া করতোয় মাহাত্মাশালিনী। ঠিত হইয়াছিল, তাহার পরিচয় অস্থাপি সম্পূর্ণ পৌণ্ডবৰ্দ্ধন “নদীমাতৃক” “দেশ । ইহার রূপে বিলুপ্ত হইতে পারে নাই। এখনও নানা দক্ষিণে পদ্মাবতীর প্রবল তরঙ্গভঙ্গ, পশ্চিমে দ্বীপের নানা দেবমন্দিরে তাহার অভ্রান্ত নিদ- মহানন্দার মন্থর প্রবাহ, পুৰ্ব্বে করতোয়ার শন দেখিতে পাওয়া যায়। খরস্রোত ;—মধ্যস্থলে আত্ৰেয়ী, পুনর্ভবা, পৌণ্ডবৰ্দ্ধনের পুৰ্ব্বসীমায় করতোয়া নদী, বারাহী,—কত দিকে কত নদী-কত খালবিল, —“ব্রহ্মরূপা করোদ্ভব,”—একটি সুপরিচিত -—তাহার ইয়ত্ত করা যায় না। পদ্মাবতীর পুণ্যতাৰ্থ বলিয়া উল্লিখিত। তাহার সে খর- . দক্ষিণে বাগড়ী বা সমতটপ্রদেশ, তাহার স্নোত বিলুপ্ত হইয়া গিয়াছে ; যাহা আছে, দক্ষিণে অনন্ত লবণামুরাশি ! এই সকল তাহ শৈবালশাদ্বলে সমাকীর্ণ হইয়া কোন- কারণে পৌণ্ডবৰ্দ্ধন শস্তসম্ভারে ভারতের অনন্তরূপে আত্মরক্ষা করিতেছে! সেকালের কর- ভাণ্ডার বলিয়া পরিচিত হইয়া উঠিয়াছিল। তোয় এরূপ ছিল না ; এখনও তাহার পুরা বাণিজ্যবিস্তারের পক্ষেও পৌণ্ডবৰ্দ্ধন অনেক তন খাতের চিন্তু দেখিলে সেকালের কথা স্থতি- সুযোগ প্রাপ্ত হইয়াছিল। এরূপ অমুকুল পথে উদিত হইয় থাকে। করতোয়ার্ভারে প্রাকৃতিকসংস্থান প্রাপ্ত হইয় পৌণ্ডবদ্ধনবহুসংখ্যক প্রান্তভুর্গ বর্তমান ছিল । কোন রাজ্য সহজেই সমৃদ্ধিশালী হইয়া উঠিয়াছিল। কোন প্রান্তচুর্গেন্তু ধ্বংসাবশেষ এখনও বৰ্ত্ত- সেই সমৃদ্ধির কথা দেশবিদেশে ব্যাপ্ত হইবার মান আছে । • পর লানা দেশের সহিত বাণিজ্যসংস্রব সংস্থtকরতোয়াতীর বহু বিপ্লবের লালাভূমি। পিত হইয়াছিল। এইরূপে বঙ্গোপসাগরতীরে করতোয় উত্তীর্ণ হইয়া, কামরূপেশ্বর পৌণ্ড- ত্রিকলিঙ্গ নামে তিনটি বাণিজ্যবন্দর প্রতিষ্ঠিত বৰ্দ্ধন আক্রমণ করিতেন ;–করতোয় উত্তীর্ণ হয়। সকল কলিঙ্গই নোবিদ্যাপ্রভাবে ভুবনহইয়া, গৌড়েশ্বরগণ কামরূপ বিধ্বস্ত করিয়া • বিখ্যাত হইয়া উঠিয়াছিল। এখন তাহার কথা আসিতেন। কখন বা এই চিরপরিচিত স্বল্পকাহিনীতে পর্যবসিত হইয়াছে। আক্রমণপথের সন্ধানলাভ করিয়া, চীন, হ্ৰণ এই বৰ্দ্ধমান বিজয়রাজ্যের ইতিহাস [.৭ম বর্ষ, শ্রাবণ, ১৩১৪ প্রভৃতি পাৰ্ব্বত্যদল পৌণ্ডবৰ্দ্ধনে আপতিত হইয়া রাষ্ট্রবিপ্লব উপস্থিত করিত। এই সকল আক্রমণৰেগ প্রতিহত করিবার জন্ত প্রথম হইতেই পৌণ্ডবীরগণ দলে দলে করতোয়াতীরে উপনিবেশ সংস্থাপিত করিয়াছিলেন। গোঁড়ায় বিজয়গৌরবের ইতিহাস। সে ইতিহাসে পৌণ্ডবৰ্দ্ধন জ্ঞানগৌরবে, শিল্পবাণিজ্যগৌরবে, শৌর্যবীৰ্য্যগৌরবে চিরগৌরবান্বিত ও ভারতবিখ্যাত হইয়া উঠিয়াছিল । সংস্কৃতশিক্ষাই তাহার প্রধান কারণ । তাহার জন্ম