পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা । ] বৃদ্ধিতেই সেই ধৰ্ম্মযুক্ত বস্তুরও বিকাশ এবং পরিণতির হ্রাসবৃদ্ধি হয় । সে ধৰ্ম্ম হীনশক্তি হইলে সে বস্তুর ও বিশেষ অবনতি हब्र ! ক্ষরে অবনতি। ইহার বিশেষ আপূরণে একজাতীয় জীব তাহ অপেক্ষা উন্নত অন্তজাতীয় জীবেও পরিণত হইতে পারে। আবার ইহার বিশেষ অবনতিতে তাহার নিম্নতরজাতার জীবেও পরিণতি হইতে পারে । ধৰ্ম্মের এই উন্নতি ও অবনতির কারণ কি? আমরা দেখিয়াছি যে, এ জগতের মূল—বহুত্ব । ব্ৰহ্মের বহু হুইবার কল্পনা হইতেই এ জগতের . অভিব্যক্তি । প্রত্যেক এক বস্তু-প্রত্যেক অন্ত বস্তু হইতে বিভিন্ন, আবার প্রত্যেক এক বস্তু—তৎসংস্থষ্ট প্রত্যেক অন্ত বস্তুর সহিত কোন-না-কোনরূপে সম্বন্ধযুক্ত। সেই সম্বন্ধ হইতে পরস্পরে ঘাত প্রতিঘাত হয়। প্রত্যেক বস্তুরই তাহার বিশেষধৰ্ম্ম ও সামান্তধৰ্ম্ম আছে। অতএব প্রত্যেক বস্তুর ধৰ্ম্মের সহিত তৎসংস্থই অষ্ঠের ধৰ্ম্মের ঘাতপ্রতিঘাত হয় । ইহাতে প্রত্যেক विश्वद्र क्षं, छब्र व्ाञ्छिङ्कङ श्र-म। छ्द्र उोंझांद्र বিকাশের সহায়তা পায়। ইহা হইতেই সে বস্তুর অবনতি বা উন্নতি হয়। অশ্বখ বৃক্ষবীজ হইতে বৃক্ষবিকাশের সময় যদি আনুষঙ্গিক অন্ত বস্ত্ৰসকল তাঁহার বিকাশে गशत्र श्, इनि जगवायूहूमि eङ्कडि उॉइब्र অনুকূল হয়, তবে অশ্বখবৃক্ষধৰ্ম্মের বিকাশ হইয়া সে বীজ বৃক্ষে পরিণত হইতে পারে। এস্থলে তাহার সংস্কৃষ্ট অন্ত বস্তুর ধৰ্ম্ম তাহার বিকাশের সহায় ৷ পক্ষাস্তরে, যদি তাহার अांश्शक्कि बखग्न एन्द्र ऊांशंद्र दिकांएवंब्र ७धष्ठि (t ধৰ্ম্মের অর্থ । ধৰ্ম্মের অপুত্রণে উন্নতি, আর ধৰ্ম্ম ذes ممپ স্কুল হয়, তবে সে বৃক্ষের উপযুক্ত বিকাশ হইতে পারে না, হয় ত সে শীঘ্রই মরিয়া যায় । অতএব প্রত্যেক বস্তু তৎসংস্থ? অন্য বস্তর সহিত সম্বন্ধযুক্ত হইলে তবে তাহার ধৰ্ম্মবিকাশের সম্ভব হয় । সেই অন্ত বস্তু তাহার বিকাশের বাধা জন্মাইলে তাহীর ধর্শ্বের অবনর্তি হর, আর সে বিকাশের সহায় হইলে তাহার' ধর্মের উন্নতি হয়। বাহ দ্বারা কোন বস্তুর ধৰ্ম্মের উন্নতি হয়, তাহ সে বস্তুর ধৰ্ম্মবিকাশের সহায় বা সাধক ; যাহাতে তাহার অবনতি হয়, তাহা তাহার অন্তরায় । আর এক কথা। কেবল ধৌলিকবস্তু এই কাৰ্য্যজগতে প্রায় নাই, প্রত্যেক পদার্থ বিভিন্ন মৌলিকবস্তুর সংযোগে বা সমবায়ে উৎপন্ন হয় ; সুতরাং সে পদার্থে তাহার সমবায়িকারণ যে বিভিন্ন মৌলিকবস্তু, তাহার ধৰ্ম্ম নিহিত থাকে। সেই সকল বস্তুর- মধ্যে কোন এক বস্তুর ধৰ্ম্মেয় বিশেষ বিকাশে অপরগুলির ধৰ্ম্ম অপেক্ষাকৃত অধিকাংশত থাকিতে পারে। ইহার কোন এক বস্তর ধৰ্ম্ম হীনশক্তি হইলে সে পদার্থ হীনশক্তি হয়। আর সকল সমবারিকারণের ধর্শ্বই যদি সমানরূপে বিকাশিত হয়, তবে সে দ্রব্যের ধৰ্ম্মেরও উন্নতি হয় । অতএব কোন পদার্থের ধৰ্ম্মবিকাশের জন্ত তাহার স্বমবায়িকীরণাত্মক প্রত্যেক বস্তুর ধৰ্ম্মেরুবিকাশ ও পরস্পর সাহায্যের প্রয়োজন। ইহা ব্যতীত তৎসংস্থষ্ট বাহিরের স্তম্ভ বতরও সহিত সম্বন্ধ ও সহায়তার প্রয়োজন। মানুষের ধৰ্ম্ম বুঝিতে হইলে ইহা বিশেষ মনে রাখিতে হইবে। মানুষের ধৰ্ম্ম মিশ্র,— জহান্ন আত্মধৰ্ম্ম ও প্রকৃতিধৰ্ম্ম আছে।