বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

/ বঙ্গদশন। ক্লাইব-কীৰ্ত্তিস্তম্ভ।• এখন আর সে দিন নাই। যে দিন ইংরাজবণিক্‌ বাঙালীর বস্ত্রাঞ্চলের আশ্রয় প্রাপ্ত না হইলে, বঙ্গোপসাগরের অতল সলিলে জীর্ণ কঙ্কাল বিসর্জন করিতে বাধ্য হইতেন, সে দিনের সকল কথাই এখন উপদ্যাসের দ্যয় বিস্ময়াবহ হইয়া উঠিয়াছে। সময় পাইয়া ইতিহাসলেখকগণ আপন-আপন পক্ষসূমর্থনের জন্ত কত অলীক সিদ্ধান্তে গ্রন্থকলেবর বদ্ধিতু করিবার অবসর লাভ করিয়াচুেন ( সিরাজদৌলার “ঐতিহাসিকচিত্রে"), যথাস্থানে তাহার কিছু কিছু পরিচয়.প্রদত্ত হইয়াছে। লিখিত ইতিহাস জনসাধারণের নিকট সুপরিচিত হইতে পারে না । তাহ কেবল বিন্ধুংসুমাজেই পুস্তকালয়ের শোভাসংবৰ্দ্ধন করে। স্মৃতিচিহ্ল বা প্রস্তরমূৰ্ত্তি সেরূপ নহে। তাহ দৃঢ়কলেবর লোকলোচনের সন্মুখীন হইয়া, নীরবে কত কীৰ্ত্তি বিঘোষিত করিয়া থাকে । এইরূপে ইংরাজরাজধানী কলিকাতামহানগরী অনেক স্মৃতিচিহ্লে সুশোভিত হইয়াছে। নিরক্ষর পথিক তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া বিস্ময়ে অভিভূত হয় ;—বৃটিশরীরত্বের অলৌকিক .মোহে মন্ত্ৰমুগ্ধ হইয়া পড়ে।” বোধ হয়, সেই . উদেখেই ভারতরাজপ্রতিনিধি লর্ড কর্জন ভারতবর্ষের বিবিধ স্থানে স্মৃতিচিহ্রসংস্থাপনের জন্ত নিরতিশয় আগ্রহপ্রকাশ করিতেন। তিমি স্বদেশে প্রত্যাবৃত্ত হইয়াও, সে আগ্রহ পরিত্যাগ করিতে পারেন নাই,—সম্প্রতি ক্লাইবের প্রস্তরমূৰ্ত্তিসংস্থাপনার্থ অর্থসংগ্রহে ব্যাপৃত হইয়াছেন । • কি . ভারতবর্ষে, কি : বৃটিশসাম্রাজ্যের গৌরবোজ্জল রাজধানী লগুননগরে, কোন স্থলেই ক্লাইবের প্রস্তরমূৰ্ত্তি বা স্মৃতিচিন্তু দেখিতে পাওয়া যায় না। সিরাজদ্দৌলার ঐতিহাসিক চিত্রে তাহার প্রতি লক্ষ্য করিয়া একটি তর্কের অবতারণা করা হইয়াছে । তর্কটি এই— "যে মহাজাতি আত্মগৌরবকাহিনীতে সত্যজগৎ প্রতিশদিত করিয়া স্বদেশের রাজপথপীশ্বে বৃটিশরীরকেশরী নেলসন-ওয়েলিংটনের জয়ন্তম্ভ নাগরিক এবং কৌতুহলপরায়ণ অশিক্ষিত গঠিত . করিয়াছে, তাহার ক্লাইবের জন্ত S DDD DDDDDD DDu DDBBB BDDDDD BB BBBB DDD gg BDD DBB BB হইতে লেখৰ মহাশয়ের অভিপ্রায়মত বঙ্গদর্শনে মুদ্রিত হইল। সম্পাদক ।