পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्धश्चम ब्रफ़नाबज** রাজধানী কমলমীরাভিমুখে যাত্রা করি। বীরগণ, আমাদের সভাভঙ্গ হইল। বন্ধগণ, অদ্য হোলীর দিন, চল একবার বাৎসরিক আনন্দে মগ্ন হই, আগামী বৎসরে পুনরায় হোলী দেখিব, কে বলিতে পারে ? * প্রাসাদের সম্মুখে প্রশস্ত ছাদে যোদ্ধগণ অশ্বারোহণে হোলী খেলিতে লাগিলেন, অশ্বচালনে ও আবীরনিক্ষেপে নিপুণতা দেখাইতে লাগিলেন, পরপরের কুমকুমে পরস্পরের মন্তক, দেহ ও অশ্বদেহ রঞ্জিত হইল, অশ্বের পদশব্দ ও ষোদ্ধাদিগের আনন্দরব চারিদিকে শ্রত হইল। অশ্বগণ কখন তীব্রগতিতে যাইতেছে, কখন সহসা দন্ডায়মান হইতেছে, কখন লম্ফ দিয়া পলাইতেছে, যেন তাহারাও এই ক্রীড়ায় উন্মত্ত। অশ্বারোহিগণ অসাধারণ নিপুণতার সহিত অশ্বচালনের সঙ্গে সঙ্গে আত্মরক্ষা ও অপরের উপর আবীর নিক্ষেপ করিতেছেন। নীচে সৈন্যগণ, নগরে নাগরিকগণ এই ক্রীড়ায় লিপ্ত হইল, সবৎসরিক আনন্দরবে সালমোৱা-পৰত প্রতিধৰনিত হইতে লাগিল। সেনানী ও সৈন্যগণের মধ্যে কয়জন পরবৎসরে পুনরায় এই ক্রীড়া করিবে ? আর কত সহস্ৰ জন তাহার প্বে হল দীঘাটার ভীষণ পৰ্বততলে চিরনিদ্রায় নিদ্রিত হইবে । পঞ্চম পরিচ্ছেদ ঃ প্রতাপসিংহ হতো বা প্রাপস্যসি সবগং জিত্বা বা ভোক্ষ্যসে মহীম । —ভগবদগীতা । কয়েকদিবস মধ্যে চন্দাওয়ৎকুলেশ্বর সালমত্ৰাধিপতি সমস্ত চন্দাওয়ংকুলের সৈন্য লইয়া কমলমীরে মহারাণার সহিত যোগ দিলেন। অন্যান্য কুলের যোদ্ধাগণ দলে দলে আসিতে লাগিল। দেবগড় হইতে সঙ্গাওৎকুলেশ্বর দ্বিসহস্র সৈন্য লইয়া আসিলেন, তাঁহারাও চন্দাওয়ৎকুলের এক শাখামাত্র। বেদনোরের মৈত্তাকুলেশ্বরগণ বহুসংখ্যক সৈন্য লইয়া আসিলেন। তাঁহারা রাঠোরবংশীয়, মেওয়ারে তাঁহাদিগের অপেক্ষা সাহসী যোদ্ধা ছিল না। এই বংশের জয়মল্লই আকবর কত্ত্বক চিতোর আক্রমণকালে অসাধারণ বীরত্ব প্রকাশ করিয়া স্বয়ং আকবরহস্তে নিধনপ্রাপ্ত হইয়াছিলেন, তাঁহার পত্রেরা এখনও সে কথা বিস্মরণ হন নাই, পিতার বীরত্ব অননুকরণ করিতেই মহারাণার নিকট আসিয়াছেন। কৈলওয়া হইতে জগাওয়ৎকুল বহুসংখ্যক সৈন্য লইয়া কমলমীরে আসিলেন, তাঁহারাও চন্দাওয়ৎকুলের শাখা মাত্র। এই জগাওয়ৎকুলোস্তব পত্ত নামক বীরশ্রেষ্ঠ চিতোর ধবংসকালে বীরত্ব প্রকাশ করিয়াছিলেন। সালমেৱাধিপতির মৃত্যুর পর ষোড়শবষীয় পত্ত চিতোর দ্বার রক্ষা করেন, অকম্পিত হৃদয়ে সম্মুখযুদ্ধে নিজ মাতা ও বনিতার মৃত্যু দেখেন, আকম্পিত হৃদয়ে সেই দ্বারদেশে সম্মুখযুদ্ধে প্রাণদান করেন। তাঁহারই জ্ঞাতিবন্ধ এক্ষণে জগাওয়ৎকুলেশ্বর, জগাওয়ংকুলের নাম রাখিতে কৈলওয়া হইতে আসিয়া এক্ষণে মহারাণার পাশ্বে দণ্ডায়মান রহিয়াছেন। দৈলওয়ারা হইতে ঝালাকুল, বৈদলা ও কোটারি মেঘরাশির ন্যায় বীরশ্রেষ্ঠ প্রতাপসিংহের চতুদিকে জড় হইতে লাগিল। অচিরে দ্বাবিংশ সহস্র সৈন্য কমলমীরে উপস্থিত হইল, সমগ্র ভারতক্ষেত্রে এরুপ দ্বাবিংশ সহস্র বীরাগ্রগণ্য দেশানুরাগী যোদ্ধা আর ছিল না। অদ্য ফাল্গন মাসের শেষদিন, বসস্তোৎসবের শেষদিন, সতরাং রজনী দ্বিপ্রহরে সেনাগণ এই উৎসবে মত্ত রহিয়াছে। পর্বতশিখরে, উপত্যকায়, নগরের পথে, গ্রহস্থের বাটীতে, অসংখ্য অগ্নিকুণ্ড দেখা যাইতেছে, রজনীর অন্ধকারকে প্রদীপ্ত করিতেছে, সেই কৃষ্ণ পন্বতরাশিকে উদ্দীপ্ত করিতেছে। সেই অগ্নিকুণ্ডে সেনাগণ আবীর ও অন্যান্য দ্রব্য নিক্ষেপ করিতেছে, হোলীকে দগ্ধ করিতেছে, গীতরবে ও হাস্যধৰ্মনিতে নৈশনিস্তব্ধতা বিদারিত করিতেছে।. পৰ্বতশিখর হইতে সেই অন্ধকারময় উপত্যকা যতদরে দেখা যায়, বাক্ষরাশির ভিতর দিয়া এইরপে অগ্নিকুণ্ড দন্ট হইতেছে, এইরুপ আনন্দরব শ্রত হইতেছে। কল কল রবে পাবত-নদী সেই উপত্যকার মধ্য দিয়া বহিয়া যাইতেছে, আপন স্বচ্ছবক্ষে এই অসংখ্য অগ্নিশিখা প্রতিবিম্ব ধারণ করিতেছে। বসন্তগীতের মধ্যে মধ্যে চারণ দিনের যুদ্ধ বর্ণনা স্থানে স্থানে শ্রত হইতেছে. &○8