পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

回→→→→

স্যামুয়েল যতদিন ৰচিয়াছিলেন ইম্রেলের বিচারক ছিলেন । বুদ্ধবয়সে তিনি তাহার পুত্রদেরও বিচারক-পদে অধিষ্ঠিত করেন। কিন্তু তাহারা ছিল বিশেষ লোভী ; কাজেই ঘুষ খাইয়া অন্যায় বিচার করিত। একদিন গ্রাম-বৃদ্ধের সমবেত হইয়। রামাতে স্যামুয়েলের নিকট আসিয়া বলিলেন, “আপনি বৃদ্ধ হইয়াছেন ; আপনার পুত্রের আপনার আদর্শ অনুসরণ করিয়া সৎপথে চলিতেছে না। কাজেই, অন্যান্য জাতিদের মত আমাদেরও একজন রাজা নিৰ্ব্বাচিত করিয়া দিন।” স্যামুয়েল অসন্তুষ্ট হইয়। রাজার অত্যাচারের কথা তাহাদিগকে বিশেষ করিয়া বুঝাইয়া বলিলেন। ইহাতেও তাহারা না দমিয়া রাজা নির্বাচনের জন্য পীড়াপীড়ি করিতে লাগিলেন। তখন স্যামুয়েল ভগবানের উপদেশ লইয়া তাহার নির্দেশমত রাজা নিৰ্ব্বাচন করিতে প্রবৃত্ত হইলেন। সে সময়ে বেঞ্জামিনে কিস নামে একজন লোক ছিলেন। র্তাহার পুত্র সলের (Soul) মত বলিষ্ঠ ও স্বপুরুষ কেত ছিল না। একদিন কিসের গাধা তারাইয়া যায়। সে তাঙ্গর পুত্রকে গাধা খুজিতে পাঠায়। সল গাধার খোজ করিতে করিতে জুফ দেশে (Land of Zuph) gofgo zřzi i z«R তাহার ভূত্য বলিল, “চলুন, এখানে একজন ভগবৎজানিত সাধু বাস করেন, তাহার কাছে যাই। তিনি আমাদের পথ বলিয়া দিবেন।” তখন তাহার স্যামুয়েলের উদ্দেশ্যে রওনা হইল। নগরে পৌষ্টিবামাত্রই তাহাদের সঙ্গে স্যামুয়েলের দেখা হইল। সলের উপর স্তামুয়েলের দৃষ্টি পতিত হইলে ভগবান বলিলেন, “দেখ এই সেই লোক, ইহার বিষয়ে কাল তোমাকে বলিয়াছিলাম। এই আমার সন্তানদের উপর রাজত্ব করিবে।” সল অগ্রসর হইয়া স্তমুয়েলকে জিজ্ঞাসা করিলেন, “মহাশয় বলিতে পারেন কি - -------- - হিব্রুsজগভি ওন ఇతాడాతాడా-తా --------------------- ভবিষ্যদ্বগুণ মহাপুরুষ কোথায় বাস করেন ? স্যামুয়েল বলিলেন, “আমিই সেই। তোমাদের গাধা পাওয়া গিয়াছে। আর শোন বৎস! তুমি ইস্ৰেলের অধীশ্বর।” সল আশ্চর্যা হইয়া পলিলেন, “কি বলিতেছেন আপনি। ক্ষুদ্র বেঞ্জামিন গোষ্ঠির আমি ক্ষুদ্ৰাদপি ক্ষুদ্র ব্যক্তি। আপনি আমার সঙ্গে পরিহাস করিতেছেন।” তখন স্যামুয়েল তাহার সন্দেহ নিবারণের জন্য নানারূপ আশ্চৰ্য্য প্রমাণ দিলেন । ইহার পর তিনি মিজ পেতে সমস্ত ইম্রেল-সন্তানকে আহবান করিয়া এক সভা করেন । সেখানে ভাগ্যপরীক্ষার খেলার দ্বারা তিনি সলকে রাজা নিৰ্ব্বাচিত করেন। সমবেত জনতা আনন্দে চাংকার করিয়া উঠিল, “মহারাজের জয় হউক।" তারপর সল গিবিয়াতে (Gibeah) নিজের গুহে প্রত্যাগমন করিলেন। তাতার সঙ্গে একদল লোকও চলিল । এই সময়ে আমোনীয়েরা জাবেস আক্রমণ করিল। সল লোকজন লইয়া গিয়া তাহাদিগকে প্রতিরোধ করিলেন ও গিলিয়াদ হইতে তাড়াইয়া দিলেন। গিলগল সহরে পুনরায় সলকে রাজা বলিয়া ঘোষণা করা হইল। সল রাজা হইয়। ইস্রেলের শক্ৰদের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে পরাজিত করিয়া আপনার ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করেন। তাহার পুত্র জোনাথানও অনেকবার ফিলিষ্টিয় সৈন্যদিগকে ধ্বংস করিয়াছিলেন। সল, মোয়াব, আমন, এডম, জোবা প্রভূতি দেশের শত্রদের ও অামালেকদেরও পরাজিত করেন । এই সব যুদ্ধের ফলে ইত্রেল নিরাপদ হইল । একদিন স্যামুয়েল আসিয়া সলকে বলিলেন, "ভগবানের আদেশ শোন । অামালেকরা চিত্রদের উপর আবার অনেক অত্যাচার করিয়াছে, তাহার እ©öማ

+