বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতিশোধ লইতে হইবে । যাও, তুমি তাহাদের সম্পূর্ণরূপে ধ্বংস কর । একজন লোক অথবা একটি জন্তু ও যেন রেহাই না পায় ।” তখন ইম্রেলের লোকজন একত্র করিয়া সল হাভিলা হইতে মিশরের সীমান্ত পর্যন্ত অামালেকদের রাজ্য ছাবখার করেন। সমস্ত লোককে তিনি হত্যা করেন—শুধু তাহাদের বাজা আগাগকে (Agag) শৃঙ্খলাবন্ধ করেন ও ভাল ভল পশু যিহোবার কাছে উৎসর্গ করিবার জন্ম রাখেন। ই তাতে ভগবান অতিশয় ক্রুদ্ধ হইয়া স্যামুয়েলকে বলেন, “সল আমার আদেশ অমান্য করিয়াছে। কি কুক্ষণে তাহাকে রাজা করিয়াছিলাম।” স্যামুয়েল সলের সঙ্গে দেখা করিতে আসিয়া তাহাকে তিরস্কার করিতে আরম্ভ করিলেন, “আগাগ ও সমস্ত পশুকে হত্যা না করিয়া তুমি ভগবানের আদেশ অমান্য !--- - --- - -به করিয়াছ । তিনি ত তোমাকে সকল প্রাণী বিনাশ করিতে বলিয়াছিলেন । ভগবানের কাছে পশু বলি দেওয়া অপেক্ষা র্তাহার আদেশ পালন করা অনেক ভাল । তুমি তাহার আদেশ অমান্ত করাতে যিহোবা - - --- णिश्वs-प्छान्छाप्छौ


তখন স্তামুয়েল সকলের সাক্ষাতে তাহাকে অভিষেক করিলেন ՖԾՀշե তোমাকে আর ইস্ৰেলের রাজা বলিয়া স্বীকার করেন না।” তখন সল বলিলেন, "আমি অপরাধ করিয়াছি । আমি আমার প্রজাদের ভয়ে এইরূপ করিয়াছি । আমায় ক্ষমা করুন । চলুন আমি ভগবানের আরাধন করিব।” সামুয়েল বলিলেন, “না, আমি যাইব না। ভগবান তোমাকে পরিত্যাগ কfরয়াছেন । তুমি আর রাজা নও।” | সল অনেক কাকুতি মিনতি করাতে স্যামুয়েল ভাগকে বলিলেন, আগাগকে এখানে লইয়া আইল ।” আগাগ কে আনা হইলে তিনি স্বহস্তে তাহাকে কাটিয়া ফেলিলেন । তারপর তিনি রামায় চলিয়া গেলেন। সলের জন্য কিন্তু তাহার মনে খুবই দুঃখ হইল । একদিন ভগবান স্যামুয়েলকে বলিলেন, “আর কতকাল সলের জন্য দুঃখ করিবে ? বেথলেহেমে জেসের (Jesse) বাড়ী যাও । সেখানে ইস্রেলের নুতন s রাজাকে দেখিতে পাইবে।” স্যামুয়েল বেথলেহেমে গেলেন। সেখানে জেসের পুত্র এলিয়াব কে দেখিয়া র্তাহার মনে হইল এই ইস্ৰেলের রাজা । ভগবান কিন্তু তাহার কাণে কাণে বলিলেন, - “না, এ নয়।” তখন জেস অন্যান্য পুত্রদের ডাকিলেন । তাহারা আসিল. কিন্তু কাহাকেও স্যামুয়েলের মনে ধরিল না। তিনি জেসকে বলিলেন, “তোমার কি আর কোন পুত্র নাই ?” জেস বলিল, “আমার সৰ্ব্বকনিষ্ঠ পুত্র মেষপালক ।” স্যামুয়েল বলিলেন, “তাহাকে ডাকিয়া পাঠাও।” ডেভিড আসিলে তাহার সৌন্দর্য্যে --- - سمسمسمـاحمسهم