বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

foots es-starsesh -جهت تهمته-تهیه -هم নালন্দ যীশু খৃষ্টের জন্মের পূর্বে প্রতিষ্ঠিত হইলে ও দ্বিতায় খৃষ্টাব্দে নাগার্জনের সময় झक्केटङ झे झाद्र खेझडि ट्श 4त९ ००:०१ १४८क মুসলমান-বিজয়ের সময় পর্য্যন্ত নালন্দার খ্যাতি ও প্রতিপত্তি সৰ্ব্বত্র বিদ্যমান ছিল । তক্ষশিলার ন্যায় এখানে ও বেীন্ধবিশ্ববিদ্যালয় বলিয়া যে কেবল বৌদ্ধশাস্ত্র শিক্ষা দেওয়া হইত, তাহা নতে—হিন্দুদের যোগশাস্ত্র, উপনিষদ প্রভৃতি ও শিক্ষা দেওয়া হইত। নালন্দা বিশ্ববিদ্যালয় ৪৫০ খৃষ্টাব্দে রাজ ধানী বুদ্ধ—বজসত্ত্ব { ব্রোঞ্জ ধাতুনিৰ্ম্মিত ] সম্মান লাভ করিয়াছিল। কিন্তু খুষ্টীয় সপ্তম শতাব্দীতেই নালন্দার খ্যাতি বিশেষভাবে বিস্তার লাভ করে । মহারাজ হর্ষবৰ্দ্ধন তখন থানেশ্বরের রাজা। তিনি নালন্দার উন্নতির জন্য মুক্তহস্ত ছিলেন । তাহার সময়েই চৈনিক পরিব্রাজক ইউ-য়ানচাঙ ভারতবর্ষে আসেন। ইউ-য়ান-চাঙ - >88w --- যখন নালন্দায় ছিলেন ( ৬৩৭-৪২-খুষ্টাব্দ ) তখন প্রায় দশ হাজার ছাত্র নীলনদায় বাস করিভ । ই-২সিংএর সময় ( ৬৭৫-৮৫ খৃ: ) নালন্দায় মাত্র তিন হাজার ছাত্র ছিল । তাহাদের মধ্যেও শতকরা ১০ হইতে ৩০ জন বিদেশী ছাত্র । ই-২সিংএর সময় রাহুলমিশ্র নালন্দার মহাস্থবির ছিলেন । সে সময়ে অন্যান্য আচার্য্যদের মধ্যে জ্ঞানচন্দ্র, রত্নসিংহ, শাক্যকীৰ্ত্তি প্রভূতি প্রধান ছিলেন। অস্টম খুষ্টাব্দের মধ্যভাগে উ-কঙ, Ou नांaण मनtन्न *itॐ বুদ্ধ মূৰ্ত্তি Kong) নামে একজন চীনদেশীয় পৰ্য্যটক নালন্দায় আসিয়া বিদ্যাচর্চা করিয়াছিলেন । , নালন্দtয় তাহার নাম হইয়াছিল “ধৰ্ম্মধাতু” । উ-কঙ ও তাহার বিবরণীতে নালন্দার নাম লিখিয়াছেন—‘ন-লন-তো' । নালন্দা হইতেই তিব্বতে লিখন ও পঠন পদ্ধতি প্রচারিত হইয়াছিল। নালন্দা