পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

TE 를 - - - - 量 --TE = ২SS - - - - - কাঞ্চবংশ ও আন্ধ_বংশ শুঙ্গ বংশের শেষ রাজা স্বীয় অধিক দিন স্থায়ী ৪ঠ৩ে দেলভূতি প্রধান | 2== بس (وادي পারে নাই । মাত্র তাদ অমাতা বাহুদেবের శిక్షా * @১১ শতাব্দীকাল রাজত্ব প্ররোচনায় নিহত হইয়া- * * *** করিবার পর এই বংশের ছিলেন। বাসুদেব কাণ গোত্রের } ট পতন হয়। আমরা এই বংশের ব্রাহ্মণ ছিলেন । এই হত্যার কথা -- বাজাদের বিষয় প্রায কিছুষ্ট জানি না। আমরা বাণভট্ট-রচিত হম-চরিত হইতে পুরাণকারের বর্ণনা অতিশয় সংক্ষিপ্ত। অবগত হই। হৰ্ষ-চরিতকার শুঙ্গরাজ তাহারও আবার শিলালিপির প্রমাণের দেবভূতিকে অতিশয় বিলাসী ও চরিত্রচীন সঙ্গিত সামঞ্জস্য নাই। এই বংশে মাত্র বলিয়া বর্ণনা করিয়াছেন। দেবভূতির এক চারি জন রাজা তই য়াছিলেন। উহাদের দাসীকন্যা, বাসুদেব কাশ্বর ইঙ্গিতে মহিষীর ছদ্মবেশ ধারণ করিয়া রাজাকে হত্যা করিয়াছিল । এই হত্যার ফলে কাশ্ব অথবা কাথায়ন বংশের প্রতিষ্ঠা হয়। তোমরা দেখিতে পাইতেছ যে, এই সময়ট রাজনৈতিক বিপ্লবের যুগ । উত্তর ভারতে ভিন্ন ভিন্ন রাজবংশের আকস্মিক অভুত্থান ও পতন হইতে ইহাই অনুমান হয়, রাজার প্রজাপলিন-বিমুখ হইয়া পড়িয়াছিলেন ও নিজেদের ভোগ-বিলাসে মত্ত থাকিতেন। অশোক অপত্য-নিবির্বশেষে প্রজাপালন করিতেন। তিনি নিজেই বলিয়াছেন, “প্রজারা আমরা সস্তান” । মনে হয়, এই মহান আদর্শ ভারতের রাজাদিগকে আর অনুপ্রাণিত করিত না। কাশ্ববংশও Ea I-II : ta. IEEE - অতিশয় সংক্ষিপ্ত রাজত্বকাল ইহাই সূচনা করে যে, তখন দেশে শাস্তি বিরাজ করিত না । এই বংশের শেষ রাজার নাম সুশৰ্ম্ম । পুরাণের মতে ইনি নিজের ভূত্য সিমুকের দ্বারা নিহত হন । এই সিমূক আন্ধ সংশের প্রতিষ্ঠাতা। পুরাণকারের এই উক্তি সমীচিন বলিয়া মনে হয় না। কারণ, কাশ্ববংশের পতন ২৮ খৃ: পূর্বাব্দের কাছাকাছি হইয়াছিল কিন্তু আন্ধ বংশের উত্থান ইহার বহুপূর্বে সংঘটিত হইয়াছিল। অতএব সুশৰ্ম্মার হত্যাকারক আন্ধ বংশের প্রথম রাজা হইতে পারেন না। তিনি কোনও পরবর্তী রাজা হইবেন। এ বিষয়ে কিছুই স্থির করিয়া বলা যায় না। کاٹی لاانتققتدان تقی عقات تنقیقتلاتا |