পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هم ج-هم-------------- আন্ধবংশ তোমাদিগকে পূৰ্ব্বেই বলা হইয়াছে যে, অশোকের মৃত্যুর দশ বৎসরের মধ্যেই বিশাল মৌর্য্য সাম্রাজ্যের ভিন্ন ভিন্ন অংশ পৃথক পৃথক স্বাধীন রাজ্যে পরিণত হইয়াছিল। মৌর্য্য সাম্রাজ্যের অন্তর্গত মহারাষ্ট্র ও অপরাস্ত প্রদেশও এই প্রকারে স্বাধীনতা অর্জন করিয়াছিল । এই স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতার নাম সিমুক শাতবাহন। সিমুকের কাল নির্ণয়ের জন্য আমাদের প্রমাণ দুইটি শিলালিপি । ইহার মধ্যে একটি কলিঙ্গরাজ খারবেলের তাণীগুম্ফালিপি, অপরটি তৃতীয় অান্ধরাজ শাতকণীর মহিষী নয়নিকার নানাঘাট-লিপি। শাতকণী অাস্ত্রীরাজ্যের প্রতিষ্ঠাতা সিমুকের পুত্র। তার্থীগুম্ফালিপি হইতে আমরা জানিতে পারি যে, কলিঙ্গরাজ খার৭েল রাজত্বের দ্বিতীয় বর্ষে দক্ষিণাপথেশ্বর শতকণীর বিরুদ্ধে অভিযান করিয়াছিলেন । ইহা মনে করিবার যথেষ্ট হেতু আছে যে, হাথী গুম্ফালিপির শতিকণা ও নানাঘাট-লিপির শতকণী একই বাক্তি। অতএব তৃতীয় আন্ধরাজ শাতকণী খারবেলের সমসাময়িক। পারবেলের সময় খৃস্ট-পূর্ণব ১৭৫-এর কাছাকাছি ; সুতরাং আন্ধবংশের প্রতিষ্ঠাত সিমুকের কাল খৃষ্টপূর্ব তৃতীয় শতাদ্বীর প্রথম ভাগের কাছাকাছি দাড়াইতেছে। অবশ্য এ বিষয়ে মতভেদ আছে। অনেকে পুরাকালের মতই গ্রাহ বলিয়। মনে করেন ও কাশ্ববংশের পতনের পর আঞ্জবংশের অভু্যদয়ের কাল নিরূপণ করেন। অর্থাৎ তাহারা সিমুকের সময় খৃষ্ট-পূর্ব প্রথম শতাব্দীর প্রথম ভাগে ( ২৩ খৃষ্ট-পূর্ববাদের কাছাকাছি ) বলিয়া মনে করেন । তোমাদিগকে এখন আন্ধ বংশের উৎপত্তির বিষয় কিছু বলা আবশ্যক। আন্ধু বংশ নামটি একটু ভ্ৰমোৎপাদকণ আৰু নামক একটি - কাণ বখশ ও আঙ্ক বংশ Ֆ 3ե-Ֆ !--- প্রবল পরাক্রাস্ত অনার্য্য জাতি অশোকের বহু পূৰ্ব্বে কলিঙ্গ দেশের দক্ষিণে অবস্থান করিত। কয়েকটি প্রাচীন গ্রন্থে ও গ্রীকদূত মেগেস্থিনিসের ভারত-বিবরণে তাঁহাদের উল্লেখ আছে। কিন্তু যে বংশের রাজাদের কথা তোমাদিগকে বলিতেছি, তাহারা যে, জাতিতে আন্ধ, ছিলেন, এ-কথা মনে করিবার কোনও হেতু নাই। র্তাহারা অন্ধ, দেশ হইতে অাসেন নাই । তাহাদের শিলালিপি অধিকাংশ নাসিকে ও র্তাহাদের প্রাচীনতম লিপি নানাঘাটে পাওয়া গিয়াছে। শিলালিপিতে কুত্রাপি কঁাতাদিগকে আন্ধ, বলিয়া অভিহিত করা হয় নাই । তাহাদিগকে শাতবাহন বল। হইয়াছে । জৈন গ্রন্থে তাহাদের রাজধানী পৈঠান ( নিজামের রাজ্যে অবস্থিত ) বলিয়া উল্লিখিত হইয়াছে । তাহাদের লিপির ভাষাও তেলেগু নহে। তাহারা জাতিতে ব্রাহ্মণ ছিলেন। তাহদের একজন পরবর্তী রাজা গৌতমীপুত্র শাতকণীকে একটি শিলালিপিতে “এক ব্রাহ্মণ" বলা হইয়াছে, অর্থাৎ তিনি ব্রাহ্মণ -শ্রেষ্ঠ ছিলেন। তবে পুরাণকার তাহাদিগকে আন্ধ, কেন বলিয়াছেন ? বোধ হয়, পুরাণের সঙ্কলনের সময় তাহারা অন্ধ,দেশে রাজত্ব করিতেন । পুরাণকারের তাহাদিগকে অন্ধ রাজ বলিয়াই জানিতেন। শাস্তবাহন নামের উৎপত্তি সম্বন্ধে মতভেদ আছে । তবে পরে ইহা বংশীয় নাম বা উপাধিতে পরিণত হইয়াছিল। ইহাদের আর একটি বংশীয় নাম শাতকণী ছিল । তোমাদিগকে পূর্বেই বলিয়াছি যে, এই বংশের প্রথম রাজার নাম সিমুক ; তিনিই এই বংশের প্রতিষ্ঠাতা। তবে তিনি যে কাশ্ববংশের উচ্ছেদ সাধন করিয়া নুতন রাজ্যের স্থাপনা করিয়াছিলেন, একথা বিশ্বাস যোগ্য নহে। সিমুকের কাল অনূ্যন ২২০ খন্থ-পুৰ্ব্বাদ। - - [[IDسمسمه