পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

------- নামক নগরে রাজধানী স্থাপন করিয়াছিলেন। তিনি বোধ হয় সৰ্ব্বপ্রথম অন্ধ্রদেশ জয় করিয়াছিলেন । পুলোমায়ার পরবী রাজার নাম বাশিষ্ঠপুত্র শতিকণী। এই শাতকণী সম্ভলত: পুলোমায়ীর ভ্রাতা। ইনি বোধ হয় চস্টনের পুত্র জয়দমনের সমসাময়িক । জয়দামন ( আনুমানিক ১১০ খুষ্টাব্দ হইতে ১১৫ খৃস্টাব্দ ) মনে হয়, এই শাতকণীর বশ্য তা স্বীকার করিয়াছিলেন । তিনি মুদ্রা ও লিপিতে কেবলমাত্র ক্ষত্রপ বলিয়া গণ্য ষ্টয়াছেন। ই তাতে বোধ হয়, ইত ই সূচিত হয় যে, তিনি ক1e1র ও না কাহারও অধীনতা স্বীকার করিতে বাধা হইয়াছিলেন । পশিষ্ঠ্যপুত্র শী কণীর সামাজ্যে গুজব টি ৪ কাঠিযালড়ি আক্ষ ভুক্তি ছিল । পুরাণেব মতে লাশিষ্ঠ পুত্র পুলোমােয়র পরবর্তী শাতবাহন সমাঢ়দের নাম শিব শ্রী ও শিলস্বন্দ। কিন্তু ইহার বোপ চয় বশিষ্ঠাপুত্র শীতকর্ণর প্রশুিনিধিস্বরূপ অন্ধ্রদেশ শাসন করিতেন । বশিষ্ঠ্যপুত্র শাক্তকণীর পরে যজ্ঞ শ্ৰী-শাতকণী রাজা হইয়াছিলেন । ইনিই এক রকম শাতবাহনদের প্রসিদ্ধ রাজাদের মপো শেষ রাজা । সজ্ঞ শী শাতবাহনদের বিশাল সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইয়াছিলেন কিন্তু তিনি নিজের পৈতৃক অধিকার অক্ষুণ্ণ রাখিতে সমর্থ হন নাই । তাহার প্রতিদ্বন্দ্বী মহাক্ষত্রপ রুদ্রদীমন প্রকৃতই প্রতাপে রুদ্রসদৃশ ছিলেন। তাহার লায় তেজস্বী ও বলবান রাজার নিকট শাতবাহন সম্রাট পরাভব স্বীকার করিতে বাধ্য হইয়াছিলেন। রুদ্রদামনের একটি লিপি কাঠিয়াবাড় প্রদেশের জুনাগড় নামক স্থানে পাওয়া গিয়াছে । এই লিপি হইতে রুদ্রদামনের বিষয় অনেক কথা জানা যায় । তাহাকে লিপিতে ‘স্বয়মধিগতমহাক্ষত্রপনামা’ বলা হইয়াছে। অর্থাৎ তিনি নিজের বাহুবলের X8b Գ KS TSTSgT AM MB BBDD AAAA AAAAA দ্বারা মহাক্ষত্রপ নাম অজ্জন করিয়াছিলেন । তিনি নিজের পুরুষ কারের উপর নির্ভর করিতেন, কাহারও কর্ণার উপর নহে । তিনি দক্ষিণাপথেশ্বর শতকণীকে দুইবার পরাজিত করিয়াছিলেন । কিন্তু সঙ্গন্ধের ‘অবিদূধতা'-হেতু তাতাকে রাজ্যচু্যত করেন নাই । অর্থাৎ রুদ্রদণমন শাতকণীর নিকটহাত্মীয ছিলেন । এই শাতকণী কে, এবং ঠাঙার সঠিত রুদদামনের কিরূপ ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল, এ বিষয়ে বড়ই মতভেদ আছে । কিন্তু কনঙ্গেরিতে প্রাপ্ত একটি লিপি হইতে ভানুমান হয় সে, পশিষ্ঠ পুত্র শাত কণী রুদ্রদ মনেল কন্যার পাণিগ্রহণ করিয়াছিলেন । রুদ্ৰদমন প্রথমে গুজরাট ও কঠিয়াবাড় প্রদেশ জয় করিয়াছিলেন (১৩০ খৃষ্টাব্দের কাছাকাছি)। পরে তিনি মহারাষ্ট্র দেশ ও অপর ন্ত জয় করিয়াছিলেন । এই দ্বিতীয় fপজয় ১৫০ খৃস্টাব্দের পুর্লেষ্ট সমাধা হইয়া fছল, জুনাগড়েব লেগের দ্বারা ইহাই প্রমাণ হয়। এই লিপিটি ১৫০ খৃষ্টাব্দে গিরনার পঞ্চবতগাত্রে খোদিত গুচয়ছিল । রন্দ্র দামনকর্তৃক দ্বিতীয় লিজয়ের পর শাতলাঙ্কনের। মহারাষ্ট্র দেশ পরিভাগ করিয়া অন্ধ্রদেশাভিমূপে প্রস্থান করিয়াছিলেন। রুদ্রদামনকভুক পরাজিত শতিকণী মনে হয় যজ্ঞ শ্ৰী ছিলেন । যদি ও ইতার অধিকারে প্রথমে গুজরাট ইত্যাদি দেশ ছিল, কিন্তু পরে তনি পরাজিত হইয়া এই সমস্ত দেশ তইতে বঞ্চিত হইয়াছিলেন। তিনি অবশু শাতবাহন সাম্রাজ্যের পূর্বপ্রাস্তে অর্থাৎ অন্ধ দেশে অনেক কাল রাজত্ব করিয়াছিলেন। প্রায় অষ্টাদশ বৎসর তিনি সম্পূর্ণ শাতবাহনসাম্রাজ্য শাসন করিয়াছিলেন ও অবশিষ্ট দ্বাদশ বৎসর কেবলমাত্র অন্ধ দেশেই রাজত্ব করিয়াছিলেন। যজ্ঞশ্রীর কোন কোন মুদ্রায় একটি জাহাজ অঙ্কিত অাছে। ইহাতে মনে হয় যে, তাহার শক্তি স্থলেই সীমাবদ্ধ - - -