বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

همه مه: ছিল না—তাহার নৌশক্তি নিশ্চয়ই প্রবল ছিল । যজ্ঞশ্রীর পর বস্তী তিন জন শাস্তবাহন রাজার নাম পাওয়া যায়—বিজয়, চন্দ্র শ্রী ও পুলেমায়া চতুর্থ। তাতারা অন্ধ দেশে রাজত্ব করিতেন । পুলোমায চতুথের একটি লিপি ও পাওয়া গিয়াছে । এইরূপে প্রায় ৪৫০ বৎসর রাজত্ব করিলার পর শাস্তবাহন রাজশক্তির অবসান ইয়াছিল । পুরাণ অনুসারে এই বংশে প্রায় ত্ৰিশ জন রাজা তই য়াছিলেন। শান্তপাতনদের সুশাসনের ফলে দক্ষিণাত্য সমৃদ্ধ জনপদে পরিণত হইয়া ছিল, বৌদ্ধ ও হিন্দু ধৰ্ম্মের উন্নতি হইযছিল। শাস্তবাচন নৃপতিগণ পেদ্ধভিক্ষুদের দাসের নিমিত্ত অনেক গুফা খোদিত কৰাঠয়াছিলেন। ব্রাহ্মণ্যপন্মের ও প্রভাব অটুট ছিল । রাজার অশ্বমেপ প্রভূতি বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করিতেন ও ব্রাহ্মণদিগকে প্রভূত দক্ষিণ দিতেন । পৌরাণিক দেবতাদের পূজা প্রচলিত ছিল। শিপের পূজা সাধারণো প্রচলিত ছিল। বৈষ্ণবধন্মেরও উপাসক অনেক ছিলেন । হিন্দুদন্মের গোড়ামি বেশী ছিল না । শক, আ স্ট্রীর ইত্যাদি বিদেশীয় লোকের হিন্দু বা বৌদ্ধধৰ্ম্ম অবলম্বন করিয়া হিন্দু নাম গ্রহণ করিতে দ্বিধা করিতেন না। মহারাষ্ট্র-সমাজ বেশ উন্নতিশীল ছিল। অসিজীবী, মসজীিবী, কৃষিজীবী ও বণিকসম্প্রদায়ের লোকেরা বেশ সুখে-স্বচ্ছন্দে কালাতিপাত করিতেন। নৈগম (বণিক), সার্থবাহ, শ্রেষ্ঠি (শেঠজী), লেখক, ੇ। =िअि-स्वठान्ज्ञप्डौ --- হাললকীয় (কৃষক),স্বর্ণকার, বৰ্দ্ধকী (সূত্রধর), মালাকার, লৌহবণিক (কামার), দাসক (কৈবৰ্ত্ত) ইত্যাদি নামগুলি এসময়কার লিপিতে পাওয়া যায়। এই নামগুলির দ্বারা আমরা সমাজের শ্রেণী-বিভাগের বিষয় কিছু কিছু জানিতে পারি। মহারাষ্ট্রে প্রচলিত মুদ্রার নাম ছিল কাসাপণ । দেশে লালসাযেৰ সুলিধার জন্ম গণসংস্থার (Trade (Guilds) বলল প্রচার ছিল। এক একট লালসায়েব সমুদায় লোকেরা মিলিত ত ইয়া একটি "সঙ্ঘ' বা ‘গণ’ ধ। শ্রেণী নিন্মাণ করিত । এই সমস্ত শ্রেণীর কাজ ছিল জিনিষ উৎপন্ন করা ও তাঙ্গাদের বিক্রয়ের সুচারুরূপে <「**g| *4|| নাসিক ও জুনারের শলালিপিতে ছয়টি শ্রেণীর কথা জানিতে পারা যায়। যথা—তিলপিমক (তেলি) ইতাদি । এই সকল শ্রেণী ব্যাঙ্কের কাৰ্মা ও করিত অর্থাৎ তাহার। ঢাকা জমা বাখিযা সুদ দিত ও তা ছাড়া টাকা পারও দিত। টলেনির ভূগোল’ হইতে দেশের বাণিজ্য বিষয়ে অনেক তথ্য ল লগত হওয়া যায়। সুদূর পাশ্চাত্য হইতে লোহিত সাগরের মধ্য দিয়া অর্ণব পোতগুলি পণ্যদ্রব্য লইয়া ভৃগুকচ্ছ ও মালাবার উপকুলে আসিয়া উপস্থিত হইত ও তথা হইতে বাণিজ্যের দ্রব্যসম্ভার দেশের ভিতরের নগরসমূহে নীত হইত। দেশ এই বাণিজ্যের ফলে ধন-ধাম্বে পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল। 、回