পাতা:শ্রীশ্রীচৈতন্য শিক্ষামৃত.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় বৃষ্টি । &○・ প্ৰস্থািটত হইলে স্বদেশবাসী সর্বজন নিষ্ঠ, আরও প্ৰস্ফুটিত হইলে সৰ্ব্ব মানব নিষ্ঠ এবং সম্পূর্ণ প্ৰস্ফুটন্ত হইলে সৰ্ব্বজীব নিষ্ঠ আদ্র ভাব বিশেষ রূপে পরিচিত হয়। ইংরাজী ভাষায় যাহাকে পেট্রিয়োটসম্ (patriotism) বলে তাহা স্বদেশ বাসী স্বজাতি নিষ্ঠ ভাব বিশেষ। যাহাকে ফিলান্থাপি (philanthropy) दtन ठाश्। সৰ্ব্ব মানব নিষ্ঠ ভাব বিশেষ। বৈষ্ণবগণ ঐ সমস্ত সংকীর্ণ ভাব নিচয়ে আবদ্ধ থাকিতে পরিবেন না। তাঁহাদের পক্ষে সমস্ত ভূতাদ্বেগ রাহিত্য রূপা সৰ্ব্ব জীবের প্রতি পরম আদ্রতা স্বরূপ দিয়াই এক মাত্র বরণীয় ভাব। সেবা ও নামাপরাধ হইতে বৈধভক্তগণ সৰ্ব্বদা সতর্ক থাকিবেন। দেবাপরাধ ও নামাপরাধ পৃথক করিয়া প্ৰদৰ্শিত হইল। সেবাপরাধ পঞ্চ বিধ যথাঃ & । मोंक्षyभट शूझigiद । २ । अदख्छ । ৩ । অপবিত্ৰতা । 8 । ईिाख्ात्र • ৫ । গৰ্ব্ব । শ্ৰীমূৰ্ত্তি সেবা সম্বন্ধে যে সকল অপরাধ নানা শাস্ত্ৰে লিখিত হইয়াছে সেই সমুদায় অপরাধ মূল বিচারে পূর্বোক্ত পঞ্চ প্রকার বলিয়া জানিতে হইবে। সমস্ত অপরাধের বিবৃতি করা দুঃসাধ্য। কতকগুলি অপরাধ যাহা বরাহ পুরাণ, পদ্ম পুরাণ প্ৰভৃতি শাস্ত্ৰে নির্দিষ্ট হইয়াছে, তাহার সংক্ষেপ বিবৃতি প্ৰদত্ত হইল। অর্থ আছে অথচ শ্ৰীমূৰ্ত্তি সম্বন্ধে নিয়মিত উৎসব করা হয়না। সামর্থ্য থাকিতেও গৌশোপচার দ্বারা পূজা নিৰ্বাহ করা যায়। যে কালে যে দ্রব্য বা ফল পাওয়া যায় তাহা যত্ন পূর্বক ভগবানকে দেওয়া যায় না। ভূগবানের স্তব, বন্দন। দণ্ডবন্নতি না করিয়া অবস্থিত হওয়া যায়। প্ৰদীপ না জালিয়া ভগবত্মন্দিরে প্ৰবেশ করা। এই প্রকার কাৰ্য্য সকল সাধ্য মত যত্নাভাব হইতে নিসৃত হয়। যামারোহণপূর্বক বা পাদুকা ব্যবহারপূর্বক ভগবদগাহে গমন, শ্ৰীমূৰ্ত্তির সম্মুখে প্ৰণাম নাকরা, এক হন্ত দ্বারা প্ৰণাম, অঙ্গুলি দ্বারা ভগবদ্যুৰ্ত্তি নির্দেশ, শ্ৰীমূর্তির সম্মুখে প্ৰদক্ষিণ ,শ্ৰীমূৰ্ত্তির অগ্ৰে পাদপ্রসারণ, পৰ্যাঙ্কের উপরে বসিয়া স্তব পাঠ, শ্ৰীমূৰ্ত্তির অগ্ৰে শয়ন ভোজন ইত্যাদি শারীর কৰ্ম্ম, উচ্চৈস্বরে ভাষণ, পরস্পর কথোপকথন, বিষয়াস্তর চিন্তায় রোদিন, কলহ, অন্য ব্যক্তির বিষয় আলোচন, অধো বায়ু পরিত্যাগ, আনীত দ্রব্যের অগ্রভাগ অন্যকে দিয়া অবশিষ্টাংশ