পাতা:শ্রীশ্রীচৈতন্য শিক্ষামৃত.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wსტ8 শ্ৰীশ্ৰীচৈতন্য শিক্ষামৃত । ভগবন্নৈবেদ্যে অৰ্পণ, শ্ৰীমূৰ্ত্তির দিকে পৃষ্ঠা করিয়া উপবেশন, শ্ৰীমূৰ্ত্তির সম্মুখে অন্যকে অভিবাদন, অকালে শ্ৰীমূৰ্ত্তি দর্শন (যে সময়ে বার হয় সেই সময় ব্যতীত অন্য সময় অকাল) এই প্রকার কার্ঘ্য সকল সেবা সম্বন্ধে অবজ্ঞা । উচ্ছিষ্ট লিপ্ত বা অন্য প্রকার অশুচি দেহে ভগবত্মন্দিরে গমন, পশু লোমযুক্ত বভ্রাদির সহিত শ্ৰীমূৰ্ত্তির সেবা কারণ, পূজা সময়ে খুৎকার, সেবাশ্লমীয়ে অন্য বিষয় চিন্তু ইত্যাদি নানা প্রকার অপবিত্ৰত বৰ্ণিত আছে?...’, ভগবৎ সেবার পূৰ্ব্বে জল গ্ৰহণ, অনিবেদিত অন্ন জলাদি গ্ৰহণ, নিত্য শ্ৰীমূৰ্ত্তি ও তৎসেবাদি দর্শন না করা, নিজ প্রিয়বস্তু ও কালোদিত সুখাদ্য ফলাদি অপর্ণ না করা, হরিবাসর না করা এই সকল নিষ্ঠভাব। সেবা কালে আপনাকে অকিঞ্চন। ভগবদাস বলিয়া জানা কৰ্ত্তব্য। তাহা না করিয়া আপনার প্রশংসা কীৰ্ত্তন বা আপনাকে শ্ৰেষ্ঠ পূজক বলিয়া অভিমান করার নাম সেবা কালীন গৰ্ব্ব । অনেক সামগ্ৰী ও আড়ম্বরের সহিত শ্ৰীমূৰ্ত্তি সেবা করিয়া আপনার মহত্ত্ব বিবেচনা করিলে গৰ্ব্ব হয় । এই পঞ্চ প্রকার সেবাপরাধ হইতে সতর্ক থাকিয়া শ্ৰীমূৰ্ত্তির সেবা করিবেন। ভজনশীল ব্যক্তি মাত্রেরই নাম অপরাধ যত্ন পূর্বক বর্জনীয়। নামাপরাধ দশ প্রকার যথা:– ১ । সাধু নিন্দা । ] ২। শিবাদি দেবতাকে ভগবান হইতে স্বতন্ত্র জ্ঞান। ७। gीदछ । 8 (37 *ff vs TSRS off frif ৫ । তুরিনামের মহিমাকে প্ৰশংসা মাত্ৰ বলিয়া জ্ঞান । , ৬ । প্ৰকারান্তরে হরিনামের অর্থকল্পনা । ৭। হরিনাম বলে পাপে প্ৰবৃত্তি। ৮। অন্য শুভ কৰ্ম্মের সহিত হরিনামের তুল্যতা জ্ঞান। ৯। অশ্রদ্ধান ব্যক্তির প্রতি হরিনামোপদেশ । , ১০ । নাম মাহাত্ম্য শ্রবণ করিয়াও হরিনামে অগ্ৰীতি । নৈতিক ধৰ্ম্ম শাস্ত্রে পরনিন্দ মাত্রই দোষ রূপে বৰ্ণিত হইয়াছে। তথাপি দোষ তারতম্য বিচার পূর্বক ভাবিক ধৰ্ম্মশান্ত্রে অর্থাৎ ভক্তি শাস্ত্ৰে সাধুনিক্ষাকে প্রধান অপরাধ মধ্যে গণ্য করা হইয়াছে। যাহ্বানের সাধু নিন্দায় প্রকৃতি,