পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
[ ৷৹ ]

দয়ালু দৃষ্টে এই বর প্রদান করিলেন যে “তুমি সুখী ও খ্যাত্যা পন্ন হও,, কিয়দ্দিন পরেই ঐ মহাপুরুষের এই মহা আশীর্ব্বাদ সত্য ও সফল হইল। হিন্দুস্থানে “সরিমিঞা,, নামক ব্যক্তি যেমন অতিশয় বিখ্যাত সুকবী ও সুগাষক ছিলেন, ইনি অত্যল্প দিবসের মধ্যেই বঙ্গদেশে অবিকল তদনুৰূপ হইলেন।

 এক দিবস জগন্মোহন মুখোপাধ্যায় মহাশয় আপনার আমলারদিগের প্রতি এতদ্রূপ আদেশ করিলেন যে তোমরা চাকরী করিতে আসিয়াছ, অতএব উপার্জ্জনের পথ দৃষ্টিকর এ সময়ে যে জমীদার তোমারদিগে যাহা দিবে,তাহাই লইয়া আপন অপেন বাটীতে প্রেরণ কর। ইহাতে যদি তোমারদিগের উপর কোন ৰূপ আপদ উপস্থিত হয় তবে আমি তাহা হইতে রক্ষা করিব, ভয় কি নির্ভয়ে-উপার্জ্জনস্কর ইত্যাদি। এবম্ভূত অপরিমিত অনুমতি শুনিয়া রামনিধি বাবু তৎক্ষণাৎ কর্ম্ম পরিত্যাগ করিলেন * ইহাতে দেওয়ানজী অত্যন্ত ক্ষুব্ধ হইয়া কহিলেন “বাবুজী আপনি যদি নিতান্তই কর্ম্ম না করেন তবে আপনার প্রাপ্য দশ সহস্র মুদ্রা গ্রহণ করত গৃহে গমন করুন, বাবু তাহাতেই সম্মত হইয়া তখনি তদনুৰূপ কার্য্য করিলেন। পরন্তু তাঁহার ছাপ্বা হইতে কলিকাতায় আগমন কালে দেওয়ানজী এই অনুরোধ করিলেল যে “আপনি উত্তম কবি অতি সুগায়ক এবং রাগসাগর বিশেষ অতএব অনুগ্রহ পূর্ব্বক যদি প্রতি বৎসর ৺ সরস্বতী পুজার দিবসে মৎ প্রণীত বাক্দেবীর বন্দনাটি গান করেন তবে আমি অপরিমিত প্রীতি প্রাপ্ত হই, গুপ্ত মহোদয় তদ্বাক্যে অঙ্গীকৃত্ হইয়া তদবধি প্রতি বর্ষেই শ্রীপঞ্চমীর দিবসে সরস্বতীর নিক জঞ্চলি দিয়া দেওয়ানের কৃত এই গান করিতেন যথা।


 ^* এই স্থলে এমত এক কিম্বদন্তী আছে যে নিধুবাবু হিসাবের পুস্তকে স্ব রচিত গান লিখিয়া ছিলেন, সাহেব তদ্দৃষ্টে বিরক্ত হওয়াতে তিনি ও বোবপরবশ হইয়া কর্ম্ম ত্যাগ করিলেন।