উইকিসংকলন:প্রধান পাতা


চাঁদের পাহাড় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি রোমাঞ্চকর উপন্যাস। ১৯৩৭ সালে গ্রন্থাকারে বের হওয়া এই উপন্যাসটিতে তিনি ভারতবর্ষের সাধারণ এক বাঙালি তরুণের আফ্রিকায় রোমাঞ্চকর অভিযানের বর্ণনা করেছেন। উপন্যাসের নায়ক শঙ্কর রায় চৌধুরী কি ভাবে পর্তুগিজ অভিযাত্রী ও স্বর্ণসন্ধানী দিয়েগো আলভারেজের সঙ্গে অপরিসীম দুর্ভোগের মধ্যে দিয়ে আফ্রিকার দুর্গম স্থানে হীরক খনির সন্ধানে বেরোয় এবং আলভারেজের মৃত্যুর পর এক গোলকধাঁধাময় ভয়াবহ গুহায় কি ভাবে হীরক খনির সন্ধান পেয়েও কালাহারি মরুভূমির করালগ্রাসে শঙ্করের প্রাণসংশয় হয়, ঔপন্যাসিক তাঁর রোমহর্ষক বর্ণনা দিয়েছেন। বাংলা ভাষায় সম্ভবত এটিই সর্বাধিক জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ রোমাঞ্চকর উপন্যাস। বিভূতিভূষণ কোনদিনও ভারতবর্ষের বাইরে পা রাখেননি। তিনি বিভিন্ন ভ্রমণ-বিষয়ক ম্যাগাজিন ও গাইড গ্রন্থ পড়েই আফ্রিকার এমন নিখুঁত বর্ণনা দিয়েছেন। তবে এ বর্ণনা একেবারেই যথার্থ এবং আফ্রিকার রহস্যময়তাকেই যেন আরও বাড়িয়ে দিয়েছে।

গোপীচন্দ্র (দ্বিতীয় খণ্ড) (১৯২৪, দীনেশচন্দ্র সেন সম্পাদিত)
তত্ত্ববিচার (১৯১২, শ্রীকৃষ্ণপ্ৰসন্ন সেন)
তামাকের দোষ গুণ ও ইতিহাস (১৮৮১, কান্তিচন্দ্র সরকার)
বাষ্পীয় রথারোহীদিগের প্রতি উপদেশ (১৮৫৪, অক্ষয়কুমার দত্ত)
চন্দ্রলোকে যাত্রা (১৯২৩, রাজেন্দ্রলাল আচার্য অনূদিত)
ওঠ্ ছুঁড়ী তোর বিয়ে (১৮৬৩, হরিমোহন কর্মকার)
তীর্থ-সলিল (১৯০৮, সত্যেন্দ্রনাথ দত্ত অনূদিত)
সাহিত্যের স্বরূপ (১৯৫৮, রবীন্দ্রনাথ ঠাকুর)
একেই কি বলে সভ্যতা? (১৮৬২, মাইকেল মধুসূদন দত্ত)
হারামণি (১৯৩০, মুহম্মদ মনসুর উদ্দীন সম্পাদিত)
এটি নতুন লেখার একটি সংক্ষিপ্ত তালিকা (যোগ করুন)

![]() |
এই মাসের মুদ্রণ সংশোধনের কাজটি হল জগদানন্দ রায় রচিত প্রাকৃতিকী (১৯১৪)।
সাম্প্রতিক সহযোগিতা: চন্দ্রলোকে যাত্রা, তীর্থ-সলিল, রূপসী বাংলা, কপালকুণ্ডলা, মোগল-বিদুষী, মা, আমার বাল্যকথা, জননী, জন্ম ও মৃত্যু, বিচিন্তা |

- ১৮৯৬ - উইলিয়াম মরিস মৃত্যুবরণ করেন।
- ১৯৫২ - ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

|
|


মুক্ত মিডিয়া ভাণ্ডার
উইকি সফটওয়্যারের উন্নয়ন
সকল প্রকল্পের সমন্বয়কারক
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল
উন্মুক্ত জ্ঞানভান্ডার
উন্মুক্ত সংবাদ উৎস
উক্তি-উদ্ধৃতির সংকলন
উন্মুক্ত বিশ্বকোষ
জীবপ্রজাতি নির্দেশিকা
উন্মুক্ত শিক্ষা মাধ্যম
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা
অভিধান ও সমার্থশব্দকোষ