পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জলধর-সম্বৰ্ধনা পরম প্রদ্ধাস্প~ে~ রার অীর্ঘক্ত জলধর সেন বাহাদুরের করকমলে

বরেণ্য বন্ধু, ভোমার দীর্ঘজীবনের একমিষ্ঠ সাহিত্য-সাধনায় আমাদের মানস লোকে ভূমি পরমাত্মীয়ের আাসন লাভ করিয়াছ।

তোমার অকলঙ্ক চরিত্র, নিষ্কলুষ অষর, ওজ সদাচার আমাদের প্রধা আকর্ষণ করে, তোমার মেহে। তোমার সৌজতে আমরা মূখ, আমাদের অকপট মনের ভক্তি অর্থ্য তুমি গ্রহণ কর।

বাণীর মন্দির-দ্বারে তুমি সকলকে দিয়াছ অবারিত পখ, কনিষ্ঠগণকে ফিাছ আশাহুকলকে দিয়াছ শক্তি, অখ্যাতকে দিয়াছ খ্যাতি, আত্মপ্রত্যয়হীন শহাকুল কত আগন্ধক-জনই ন৷ সাহিত্য পৃনার বেদীমূলে তোমার ভরসা ও বিশ্বাসের মজে স্বকীয় স্বার্থকতা খুজিয়া পাইয়াছে।

সাহিত্যব্রত গ্রহণ করিয়াছিলে তুমি আনন্দ বিতরণ করিতে। সে ব্রত তোমার সফল হইয়াছে। তোমার সৃষ্টি কাহাকেও আহত করে না, তোমার অগ্রবৃতির মতোই সে স্ব স্বল্প কুমার ও অনাড়ম্বর। তোমার ছঃখবোনাজরা বার একান্ত সহজেই জগতের সকল দুখকে আপন করিয়াছে, তাই ব্যখিত যে-জান সে তোমারই সৃষ্টির মাঝে আপনার শান্তি ও সাবনার পথের সন্ধান পাইয়াছে।

হে নিৰহঙ্কার বাণীর পূজারী, তুমি আজ বঙ্গের সশ্রদ্ধ অভিনন্দন এইখ কর। ইভি -তোমার স্বগোসীর পক্ষ হইতে —gণরংচন্দ্র চট্টোপাধ্যায়॥


  • 2য়া ভাদ্র, ১৩৪১ ৰজালে নিখিল বঙ্গ জলধৱ-সমৰ্ধনা প্রদত্ত মানপত্র।