পাতা:দেবী রাবিয়া - রাহাতুন্নেছা খাতুন.pdf/২২: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
Sumasa (আলোচনা | অবদান)
(কোনও পার্থক্য নেই)

১৬:১৮, ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দেবী রাবিয়া।

ভাবনার শাসনে তাঁহার মন অবসন্ন। এই উভয় বিপদে বৃদ্ধের হৃদয় দগ্ধীভূত, শরীর অশক্ত। কিন্তু বৃদ্ধ ইস্‌মাইল ডাকাতদলের নির্ম্মম অত্যাচার হইতে কন্যার চিন্তায়ই অধিক অভিভূত।

 একদিন গভীর রজনীতে সুযোগ পাইয়া বৃদ্ধ কন্যার উদ্দেশে ছুটিয়া চলিলেন। বহু দিনের পরিশ্রান্ত শরীর মন লইয়া তিনি দুহিতার মায়ার টানে পলায়ন করিলেন বটে, কিন্তু বিস্তীর্ণ ভীষণ মরুভূমি।―শক্তিহীন সম্বল হীন বৃদ্ধ ইস্‌মাইল অপত্যস্নেহে সাহস সঞ্চয় করিয়া বিপুল মনোবলে বলীয়ান হইয়া পদব্রজেই এই বিশাল মরুদেশ পার হইতে চলিয়াছেন।

 নীরব যামিনী। অনন্ত বিস্তার মরুভূমে ভীষণ নীরবতা। পশু পাখীরও এই নীরবতায় ভয় হয়। মূর্ত্তিমান ভীতি ও নৈরাশ্য যেন গ্রাস

১৪