সুকুমার সমগ্র রচনাবলী (প্রথম খণ্ড)/বিবিধ কবিতা/ভারি মজা

উইকিসংকলন থেকে
পুণ্যলতা চক্রবর্তী, কল্যাণী কার্লেকর সম্পাদিত
(পৃ. ১৬৪)

ভারি মজা

এই নেয়েছ, ভাত খেয়েছ, ঘণ্টাখানেক হবে—
আবার কেন, হঠাৎ হেন, নামলে এখন টবে?
একলা ঘরে ফুর্তিভরে, লুকিয়ে দুপুর বেলা
স্নানের ছলে ঠাণ্ডা জলে জল-ছপ-ছপ খেলা!
জল ছিটিয়ে, টব পিটিয়ে, ভাবছ ‘আমোদ ভারি,
কেউ কাছে নাই, যা খুশি তাই করতে এখন পারি।’
চুপ চুপ চুপ—ওই দুপদুপ! ওই জেগেছে মাসি,
আসছে ধেয়ে শুনতে পেয়ে দুষ্টু মেয়ের হাসি॥
সন্দেশ—১৩২৮