ক্ষণিকা/উৎসর্গ

উইকিসংকলন থেকে

উৎসর্গ

শ্রীযুক্ত লােকেন্দ্রনাথ পালিত

সুহৃত্তমের প্রতি


ক্ষণিকারে দেখেছিলে
ক্ষণিক বেশে কাঁচা খাতায়,
সাজিয়ে তারে এনে দিলেম
ছাপা বইয়ের বাঁধা পাতায়।
আশা করি- নিদেন পক্ষে
ছ'টা মাস কি এক বছরই
হবে তোমার বিজন বাসে
সিগারেটের সহচরী।
কতকটা তার ধোঁয়ার সঙ্গে
স্বপ্নলোকে উড়ে যাবে,
কতকটা কি অগ্নিকণায়
ক্ষণে ক্ষণে দীপ্তি পাবে।
কতকটা বা ছাইয়ের সঙ্গে
আপনি খসে পড়বে ধুলোয়,
তার পরে সে ঝেঁটিয়ে নিয়ে
বিদায় কোরো ভাঙা কুলোয়॥

শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর