গীতালি/১০১

উইকিসংকলন থেকে

১০১

ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময়,
তােমারি হউক জয়।
তিমির-বিদার উদার অভ্যুদয়,
তােমারি হউক জয়।
হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে
নবীন আশার খড়্গ তােমার হাতে,
জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে,
বন্ধন হােক ক্ষয়।
তােমারি হউক জয়॥

এসো দুঃসহ, এসাে এসাে নির্দয়,
তােমারি হউক জয়।
এসাে নির্মল, এসাে এসাে নির্ভয়,
তােমারি হউক জয়।
প্রভাতসূর্য, এসেছ রুদ্রসাজে,
দুঃখের পথে তােমার তূর্য বাজে,
অরুণবহ্নি জ্বালাও চিত্ত-মাঝে
মৃত্যুর হােক লয়।
তােমারি হউক জয়।

৩০ আশ্বিন [১৩২১]

প্রভাত

এলাহাবাদ