তীর্থরেণু/আপান-গীতি

উইকিসংকলন থেকে
আপান-গীতি

(ফরাসী)


রাঙিয়ে স্বচ্ছ কাচের গেলাস!
আয় রে আমার তরল বিলাস!
অপ্সরীদের অধর সুধা! বক্ষ-লোহের দোসর তুমি!
এস মদির-নেত্রী সাকী!
এস, তোমায় সাম্‌নে রাথি,
গ্‌গুল্‌-গুল্‌-গুল্‌, ঢুক্-চুক-ঢুক্, জমিয়ে রাখ আসর তুমি।
নাই জগতে এমনটি সুখ,—
গ্‌গুল্‌-গুল্‌-গুল্‌-গুল্‌! ঢুক্‌-চুক-টুক্‌!
পয়সা তিনে স্বর্গ কিনে স্বপ্ন-পরীর অধর চুমি।