তীর্থরেণু/মনের মানুষ

উইকিসংকলন থেকে

মনের মানুষ

(সুইডেন্)

সিন্ধু-শকুন শুভ্র পাখা হেলিয়ে চ'লে যায়
মত্ত তুফান ধ'র্ত্তে আসে,— ভয় করে না তায়!
যে দিকে যাক্ ফিরবে কপোত নীড়েই পুনরায়,
পরাণ আমার অহর্নিশি তোমার পানে ধায়;—
ওগো, মনের মানুষ!
জোয়ারের জল হ’ক সে প্রবল, প্রেমের কাছে নয়,
পণ্যবহা নদীর মত অগাধ সে প্রণয়॥
ঝরণা জলের মতন বিমল অমি নিরাময়;
প্রেমের চোখে তা নাহি সদাই জেগে রয়;—
ওগো, মনের মানুষ!
অতল-তলে নামতে পারি আনতে মুকুতায়,—
যেখানে ঢেউ গুমরে কাঁদে মৌন বেদনায়।

বরফ ফুঁড়ে যে ফুল ফোটে পর্ব্বতের চূড়ায়,
প্রেমের লাগি আনতে পারি-আনতে পারি তায়;—
ওগো, মনের মানুষ!