পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—দ্বিজ অভিরাম—১৫শ শতাব্দী। ৬২৭ উঠিয়া মারিল লাথি পুত্রের মাথায়। অৰ্জুনের পদাঘাত। ভারত-সঙ্গীত দ্বিজ অভিরাম গায়॥ কাল কোপ পার্থের হৃদয়ে উপনীত। কহে বক্রবাহনে গৰ্জ্জিয়া বিপরীত॥ তুরঙ্গ আনিয়া দিল করি রণভয়। হেন ছার বেটা কয় আমার তনয়॥ তোমার জনম চিত্রাঙ্গদার উদরে। বৈশুজাতি বেটা অপবাদ দেহ মোরে॥ ক্ষেত্রী রক্তরসে জন্ম লভে যেই জনে। নপুংসক সম কর্ম্ম সে করিব কেনে॥ আমার ঔরসে জন্ম স্থভদ্রার গর্ভে। অভিমনু নামে এক পুত্র ছিল পূর্ব্বে॥ মহাবীর রণধীর প্রিয় সভাকার। কত কত ক্ষেত্রীগণে করিল সংহার॥ দ্রোণাচার্য্য পরাভব যাহার সমরে। রণ জিনি গেল চক্রব্যুহের ভিতরে॥ সেই অভিমনু্য রণে হত যেই দিন। সেই হৈতে বিধি মোরে কৈল পুত্রহীন॥ তোর নাঞি দেখি ক্ষেত্রীকুলের প্রতাপ। কাহার ঔরসে জন্ম কারে বল বাপ॥ নটিনী জননী তোর গন্ধর্ব্বের স্থত। * * * পুত্র হয়ে কারে বল পিতা॥ তেজহ কাঞ্চন-রথ শকট সকল। দেশে দেশে ভ্রম কান্ধে লইয়া মাদল॥ নটিনী লইয়্যা ফির বেটী। ধনুর্ব্বাণ তেজি বোনো খেজুরের চাট। নারী লয়্যা কান হয়্যা ডম্ফ (১) হেন করে। গীত গায়্যা মাগ্য খায়্যা বুল ঘরে ঘরে॥ টুরি হয়্যা থাক গিয়া অনাথ-মণ্ডপে। লাথি দিয়া ঘুচাইয়্যা দিলু এই পাপে॥ চিন্তিয়া শ্রীকৃষ্ণচন্দ্র-চরণ-পঙ্কজে। ভারত-সঙ্গীত কহে অভিরাম দ্বিজে॥ সক্রোধ উত্তর। (১) দম্ভ।